মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যদিও ইরান অস্বীকার করছে, তারপরও পরমাণু অস্ত্র বানানোর চেষ্টা করছে দেশটি। তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রচেষ্টাই এর প্রমাণ বলেও মন্তব্য করেছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সোমবার জানায়, দেশটির ফোরডো পরমাণু চুল্লিতে ২০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কাজ শুরু হয়েছে। ২০১৫ সালে ছয় জাতির সঙ্গে করা চুক্তির চেয়ে এটা কয়েক গুণ বেশি। নেতানিয়াহু বলেন, তেহরান যে তাদের ‘সামরিক পরমাণু কর্মস‚চির উন্নয়ন ঘটাতে চায়, তাদের এমন পদক্ষেপের পর এর চেয়ে ভিন্ন কোনও ব্যাখ্যা দাঁড় করানো যায় না’। এসময় ইসরাইলি প্রধানমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইরানকে পরমাণু অস্ত্র বানাতে দেবে না তার দেশ। মধ্যপ্রাচ্যে ইসরাইল একমাত্র পরমাণু শক্তিধর দেশ বলে মনে করা হয়। তবে ইসরাইল পাল্টা অভিযোগ করেছে যে, তেহরান পরমাণু অস্ত্র বানাতে এবং ইহুদি রাষ্ট্রটিকে ধ্বংস করতে চাইছে। ইরনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।