মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিচার বিভাগের প্রধান সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচারের মুখোমুখি হতে হবে। জেনারেল সোলাইমানিকে হত্যার নির্দেশ দেয়ার দায়ে তিনি কোনোভাবেই শাস্তি থেকে বাঁচতে পারবেন না। ডোনাল্ড ট্রাম্প রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দায়ী থাকবেন।
লেবাননের আল-মানার টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে ইব্রাহিম রায়িসি এসব কথা বলেছেন। তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকলেন কিনা সেটা বড় কথা নয় বরং তার প্রাপ্য শাস্তি তাকে ভোগ করতে হবে। সোলাইমানিকে হত্যা করে ট্রাম্প অপরাধ করেছেন এবং প্রকাশ্যে স্বীকার করেছেন যে, তিনি হত্যার নির্দেশ দিয়েছেন। ইব্রাহিম রায়িছি জানান, এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সবাইকে শনাক্ত করা হয়েছে। তৃতীয় একটি দেশে সন্ত্রাসবাদ-বিরোধী একজন কমান্ডারকে হত্যা করা রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের সুস্পষ্ট উদাহরণ এবং এ ঘটনার মধ্যদিয়ে ডোনাল্ড ট্রাম্প সমস্ত আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার লঙ্ঘন করেছেন। ইব্রাহিম রায়িসি সুস্পষ্টভাবে বলেন, এই হত্যাকাণ্ডের সাথে যে সমস্ত ব্যক্তি জড়িত তাদের প্রত্যেককে শাস্তির মুখে পড়তে হবে। এই বিচারের জন্য ইরান বিশেষ একটি আদালত প্রতিষ্ঠা করেছে এবং ইরাকের বিচার বিভাগ ও রাজনৈতিক কর্তৃপক্ষের সঙ্গে বেশ কয়েকবার বৈঠক করেছে যাতে অপরাধীদেরকে শাস্তি দেয়ার ব্যবস্থা করা যায়।
সূত্র- -আল মানার টিভি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।