নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিয়োগ দিয়েছে বাংলাদেশ রাগবি ফেডারেশন। যার নাম নাজমুস সাকিব শোভন। তিনি বিশ্ব রাগবির লেভেল-২ কোচের সনদপ্রাপ্ত। দেশে কাজ করছেন সেন্ট গ্রেগরি স্কুল অ্যান্ড কলেজের রাগবি কোচ হিসেবে। শোভন ২০১৩ সালে অষ্টম বাংলাদেশ গেমসে নড়াইল জেলার হয়ে খেলে স্বর্ণপদক জেতেন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ইউনিট এবং ব্রিগেড কোচ হিসেবেও কাজ করেন। তিনি চারবার সেরা খেলোয়াড় নির্বাচিত হন।
নাজমুস সাকিব শোভন মূলত মাহফিজুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছেন। কারণ মাহফিজুল সম্প্রতি এশিয়া রাগবিতে উন্নয়ন কর্মকর্তা (দক্ষিণ এশিয়া) পদে নিয়োগ পেয়েছেন। এই পদে মাহফিজুলের কাজ হবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল এবং আফগানিস্তানের রাগবি ফেডারেশন সমূহে স্ট্র্যাটেজিক ডেভেলপমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, পার্টিসিপেশন, ট্রেনিং-অ্যাডুকেশন সহায়তা দেয়া এবং দক্ষিন এশিয়ায় অন্যান্য দেশে রাগবির অন্তর্ভূক্তিতে সহায়তা করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।