Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফার্স্ট সিকিউরিটি স্কুল রাগবি শুরু শুক্রবার

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ অক্টোবর, ২০১৯, ৮:২৬ পিএম

রাজধানীর ১৮টি স্কুল দলের অংশগ্রহনে শুক্রবার থেকে শুরু হচ্ছে তিনদিন ব্যাপী ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অনূর্ধ্ব-১৭ স্কুল রাগবি টুর্নামেন্টের খেলা। মোহাম্মদপুরস্থ শারীরিক শিক্ষা কলেজ মাঠে অনুষ্ঠিতব্য টুর্নামেন্টে দলগুলো চার ভাগে বিভক্ত হয়ে খেলবে। প্রথম দিনেই ২৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেভেন-এ সাইডের প্রত্যেকটি খেলা ১৪ মিনিট স্থায়ী হবে। চ্যাম্পিয়ন, রানার্সআপ ও তৃতীয়স্থান অর্জনকারী দলকে ট্রফি দেয়া হবে। বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের সাধারণ সম্পাদক মৌসুম আলী। এ সময় ফেডারেশনের সদস্য ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হোসেন এ শিকদার উপস্থিত ছিলেন। টুর্নামেন্টের বাজেট ধরা হয়েছে দু’লাখ টাকা। যার মধ্যে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান দিচ্ছে এক লাখ টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাগবি

৪ জানুয়ারি, ২০২১
৪ সেপ্টেম্বর, ২০২০
৯ ফেব্রুয়ারি, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ