Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরো অনেক বছর খেলতে চান রোনালদো

‘দর্শক ছাড়া ফুটবল ক্লাউন ছাড়া সার্কাসের মতো’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১ জানুয়ারি, ২০২১, ১২:০৮ এএম

আগামী ফেব্রুয়ারি মাসের ৫ তারিখ ৩৬ এ পা রাখবেন ক্রিস্টিয়ানো রোনালদো। ক্যারিয়ারের এমন পর্যায়ে অনেক খেলোয়াড়েরই বুট জোড়া তুলে রেখেছেন। কিন্তু এখনও দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন এ পর্তুগিজ তারকা। আর এখানেই শেষ করতে চান না তিনি। আরও অনেক বছর খেলতে চান পাঁচ বারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা।
গত মৌসুমে সিরি আয় ৩১ গোল করেছিলেন রোনালদো। মৌসুমের শেষ পর্যন্ত ইউরোপিয়ান গোল্ডেন বুট পাওয়া চিরো ইম্মোবেলের সঙ্গে দারুণ প্রতিযোগিতা করেছেন। চলতি মৌসুমেও অসাধারণ ছন্দে ছুটে চলেছেন। ১২ গোল নিয়ে এখন পর্যন্ত সিরি আর সর্বোচ্চ গোলদাতা তিনি। জুভেন্টাসের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে তাদের মাঠে হারানোর ম‚ল কৃতিত্বই তার। করেছেন জোড়া গোল। এ বয়সেও যে গতিতে এগিয়ে গেছেন তাতে কোথায় থামবেন রোনালদো? এমন প্রশ্নে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেছেন, ‘বয়স বিবেচনা করার বিষয় না। যা গুরুত্বপ‚র্ণ তা হল মানসিকতা।’
ছন্দের ধারাবাহিকতা ধরে রেখে চালিয়ে জেতে চান এ পর্তুগিজ তারকা, ‘ক্রিস্টিয়ানো রোনালদো ভালো কি-না তা বিবেচ্য নয়, কাল কী হতে চলেছে তা আপনি জানেন না। এই মুহূর্তে আমি বর্তমানে বসবাস করছি। মুহূর্তটি ভালো, আমি আনন্দিত, আমি তীক্ষ্ণ অনুভব করছি। এবং আমার জীবনের একটি ভালো সময়ে আছি।’ ক্যারিয়ারের অসাধারণ পথচলায় অনেক রেকর্ড নিজের করে নিয়েছেন রোনালদো। চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রোনালদো পর্তুগালের হয়ে জিতেছেন ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপ। পরে জিতেছেন উয়েফা নেশন্স লিগ। তার সামনে হাতছানি দিচ্ছে আরেকটি রেকর্ড। আর মাত্র আট গোল করলেই আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ইরানের আলি দাইকে (১০৯ গোল) ছাড়িয়ে যাবেন আগামী ফেব্রুয়ারিতে ৩৬ বছরে পা দিতে যাওয়া পর্তুগিজ ফরোয়ার্ড। দেশের হয়ে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের ‘স্বপ্ন দেখেন’ তিনি। তখন অবশ্য তার বয়স হয়ে যাবে ৩৭, ‘আমি আশা করি অনেকগুলো আরও অনেক বছর খেলব তবে আপনি কখনই জানেন না (কি হবে)।’
রোনালদোর দুর্দান্ত ক্যারিয়ার শুরু হয় স্বদেশী ক্লাব স্পোর্তিং সিপিতে। যেখানে ২০০২ থেকে ২০০৩ সাল পর্যন্ত তিনি খেলেন ৩১ ম্যাচ। ১৮ বছর বয়সে যোগ দেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটির হয়ে ছয় বছরে খেলেন ২৯২ ম্যাচ। ২০০৯ সালে যোগ দেন রিয়াল মাদ্রিদে। স্প্যানিশ ক্লাবটির সর্বোচ্চ গোলদাতা রোনালদো ২০১৮ সালে পাড়ি জমান জুভেন্টাসে।
করোনাভাইরাস মহামারীর কারণে বেশিরভাগ ম্যাচই হচ্ছে দর্শকশূন্য স্টেডিয়ামে। মাঠে দর্শক ছাড়া খেলা একদমই পছন্দ নয় রোনালদোর, ‘ভক্তদের ছাড়া স্টেডিয়ামে খেলতে আমি পছন্দ করি না, এটা ক্লাউন ছাড়া সার্কাস দেখার মতো। মহামারী মানুষকে পাগল বানিয়েছে। আশা করি, শিগগিরই তাদের জন্য স্টেডিয়ামের দরজা খুলে যাবে। আমাদের এটার সঙ্গে জীবনযাপন করতে হবে। আমাদের চেষ্টা করতে হবে স্বাভাবিক জীবনে ফিরে আসার। তবে অবশ্যই বিধিনিষেধ মানতে হবে। কিন্তু ভক্তদের ছাড়া খেলা আমি সত্যিই পছন্দ করি না।’

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ