Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজায় প্রথমবারের মতো যৌথ মহড়া প্রতিরোধ সংগঠনগুলোর

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩১ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

প্রথমবারের মতো যৌথ মহড়ায় অংশ নিয়েছে ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন। মঙ্গলবার দেশটির হামাস নিয়ন্ত্রিত গাজায় ঐতিহাসিক এ মহড়া শুরু হয়েছে। তবে এটি কতদিন চলবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি। এ মহড়ায় বিভিন্ন ধরনের রকেট ও ক্ষেপণাস্ত্র ছোড়ার পাশাপাশি নানা ধরনের ড্রোন ওড়ানো হয়েছে। এমন অনেকগুলো ছবি ফিলিস্তিনি গণমাধ্যমে প্রকাশ করা হয়। মহড়াটিতে অংশ নিয়েছে ফিলিস্তিনের ১২টি প্রতিরোধ সংগঠন। কেন্দ্রীয়ভাবে এসব সংগঠনের সমন্বয়ে গঠিত ফিলিস্তিনের প্রতিরোধ কমিটি এই মহড়া নিয়ন্ত্রণ করছে। কমিটির গণমাধ্যম বিভাগের মুখপাত্র আবু মুজাহিদ জানান, অভিন্ন নিয়ন্ত্রণ কক্ষ সম্প্রসারণ করতে সক্ষম হয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ কমান্ড। ঐতিহাসিক এ মহড়া তার প্রমাণ বহন করছে। দেশটির প্রতিরোধ সংগঠনগুলোর সামরিক শক্তি অতীতের সব রেকর্ডকে ছাড়িয়ে গেছে উল্লেখ করেন আবু মুজাহিদ। আগামীতে প্রতিরোধ সংগ্রামীরা শত্রুদের বিরুদ্ধে রণাঙ্গনে তাদের শক্তি প্রমাণ করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। এ মহড়ায় ফিলিস্তিনের সকল প্রতিরোধ সংগঠন অংশ নিয়েছে জানিয়ে দেশটির গণমাধ্যম জানায়, এর মধ্য দিয়েইসরাইলি আগ্রাসন মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে প্রস্তুতি নেয়ার বার্তা দেয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ফিলিস্তিনিদের এই মহড়া স্বাভাবিকভাবেইইসরাইলের জন্য চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে। এটি রীতিমতো দেশটির জন্য ‘বড় দুঃসংবাদ’ হয়ে দেখা দেবে আগামীতে। সম্প্রতি চুক্তি করে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে উপসাগরীয় দেশ সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান ও মরক্কো। এসব দেশকে বিশ্বাসঘাতক আখ্যায়িত করে পিঠে ছুরিকাঘাত করার অভিযোগ করে ফিলিস্তিনি নেতারা। আল-জাজিরা, বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গাজা

৩ এপ্রিল, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ