Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসরায়েলি সাবমেরিনে হামলা করার নজিরবিহীন হুমকি ইরানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩০ ডিসেম্বর, ২০২০, ৫:৫০ পিএম

ইসরায়েলি সাবমেরিনে হামলা করার নজিরবিহীন হুমকি দিলো ইরান।পারস্য উপসাগরে ইসরাইল কোনো সাবমেরিন পাঠালে তাতে আঘাত করতে ইরান দ্বিধা করবে না বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি বিষয়ক সংসদীয় কমিটির মুখপাত্র আবুল ফাজল আমুয়ি। আমেরিকার প্রভাবশালী পত্রিকা দৈনিক ওয়াশিংটন পোস্ট সম্প্রতি এক রিপোর্টে দাবি করেছে- পারস্য উপসাগরের কৌশলগত জলরাশিতে ইসরাইল একটি সাবমেরিন পাঠাচ্ছে। -পার্সটুডে, ওয়াশিংটন পোস্ট

এ সম্পর্কে ইরানের সংসদ সদস্য আবুল ফাজল আমুয়ি বলেন, ইসরাইলকে অবশ্যই জানতে হবে যে, আমাদের জাতীয় নিরাপত্তার বিরুদ্ধে আগ্রাসনের জবাব হবে শক্ত এবং ব্যাপক। খবর অনুযায়ী, পারস্য উপসাগরের উদ্দেশ্যে ইসরাইলের একটি সাবমেরিন রওনা দিয়েছে যা ইরানের জন্য সতর্কবার্তা। ইরানের সঙ্গে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে তেল আবিব তেহরানের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে বলেও খবরে জানানো হয়েছে। এ সম্পর্কে এক সাক্ষাৎকারে আমুয়ি বলেন, নানা অজুহাতে ইহুদিবাদী ইসরাইল মধ্যপ্রাচ্যকে উত্তেজনার মধ্যে ঠেলে দিতে চাইছে এবং ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতার শেষ দিনগুলোতে গোলযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তবে তা সফল করতে দেওয়া হবে না।



 

Show all comments
  • আবেদুর রহমান আবেদ ৩০ ডিসেম্বর, ২০২০, ৮:৩৬ পিএম says : 0
    মাশাআল্লাহ,সাব্বাশ, এগিয়ে যাও
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ