Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে ফলস সিলিং ভেঙে বাবুর্চির মৃত্যু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৭ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম


নগরীর চান্দগাঁও থানা এলাকায় একটি কমিউনিটি সেন্টারের ফলস সিলিং ধসে মহিদুল হাওলাদার (৪৫) নামে এক বাবুর্চির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তার সহকারী জাহাঙ্গীর আলম (৩০)। তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মহিদুল হাওলাদারের বাড়ি পটুয়াখালী জেলার গলাচিপায়।
গতকাল নগরীর বাহির সিগন্যাল এলাকায় প্যারাডাইস কমিউনিটি সেন্টারে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে কালুরঘাট ফায়ার সার্ভিসের একটি গাড়ি গিয়ে উদ্ধার কাজ চালায়। এসময় ঘটনাস্থল থেকে মৃত অবস্থায় বাবুর্চি মহিদুল হাওলাদারকে ও গুরুতর আহত জাহাঙ্গীর আলমকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম বলেন, ছয় তলা একটি ভবনের নিচতলায় প্যারাডাইস কমিউনিটি সেন্টার। ওই কমিউনিটি সেন্টারের রান্না ঘরের ফলস সিলিংটি ধসে পড়লে ওই বাবুর্চি ঘটনাস্থলে মারা যান। দুর্ঘটনার সময় ওই কমিউনিটি সেন্টারে প্রায় ৮০০ মানুষের জন্য রান্নার আয়োজন চলছিলো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ