Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রামগতিতে গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে আটক ১

রামগতি (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৫:০১ পিএম | আপডেট : ৫:৪৯ পিএম, ১৪ ডিসেম্বর, ২০২০
লক্ষ্মীপুরের রামগতিতে এক গৃহবধূর ঘরে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে গণধর্ষণের পর পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে মিরাজ (২৬) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।(আজ) সোমবার উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামে এই ঘটনা ঘটে। মুমূর্ষ অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। পরে অবস্থার অবনতি দেখে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে স্থানন্তর করা হয়। আটককৃত মিরাজ একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,রামগতি উপজেলার চর আলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামের ওই গৃহবধু রবিবার রাতে খাবার শেষে তার বাবার বাড়িতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ একদল অজ্ঞাত লোক ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেই হাত-পা বেঁধে পরিবারের সদস্যদের সামনেই রাতভর পালাক্রমে ওই গৃহবধুকে ধর্ষণ করে তারা। পরে ওই গৃহবধুকে পিটিয়ে শরীরের বিভিন্ন অংশে জখম করে দুর্বৃত্তরা। এক পর্যায়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয় তারা।এতে গৃহবধূর চিৎকার শুনে মূমুর্ষ অবস্থায় গৃহবধুকে উদ্ধার করে হাসপাতাল নিয়ে যায় স্হানীয়রা।
রামগতি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলায়মান বলেন, ধর্ষণের ঘটনায় মিরাজ নামে এক যুবককে আটক করা হয়ছে। এ ঘটনায় ভিকটিম 
পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের 
আওতায় আনা হবে বলে জানান তিনি। 


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ