Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জুভেন্টাসের জয়ের নায়ক রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৪ ডিসেম্বর, ২০২০, ৯:২৪ এএম
সিরিএতে বড় জয় পেয়েছে জুভেন্টাস। আজ জেনোয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে তারা। জুভেন্টাসের তিন গোলের দুটি করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। অপর গোলটি করেছেন পাওলো দিবালা।
 
জুভেন্টাস এবং জেনোয়ার মধ্যকার এই ম্যাচে গোলশূন্য প্রথমার্ধের পর ম্যাচের ৫৭ মিনিটে দিবালার গোলে এগিয়ে যায় জুভেন্টাস। কিন্তু এই লিড টিকেছিল মাত্র ৪ মিনিট। ৬১ মিনিটেই গোলটি পরিশোধ করে জেনোয়া।
 
তবে তাতে ক্ষতি হয়নি জুভেন্টাসের। ৭৮ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনালদো। কুয়াদরাদোকে ফাউল করলে পেনাল্টি পায় জুভেন্টাস। সেখান থেকে গোল করে জুভেন্টাসকে এগিয়ে দেন রোনালদো।
 
১০ মিনিট পর আরও একটি পেনাল্টি পায় জুভেন্টাস। এই পেনাল্টিকেও তার নির্দিষ্ট গন্তব্য দেখিয়ে দেন রোনালদো। ম্যাচে আর কোন দল গোল না পেলে ৩-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে পিরলোর দলটি।


 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রোনালদো

১১ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ