বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার ( ১১ ডিসেম্বর) ভোরে তিনি হাসপাতালের ফ্লু-কর্নারে মারা যান। এনিয়ে জেলায় করোনা উপসর্গে মারা গেলেন ১৩২ জন। মৃত ব্যক্তির নাম শহর আলী গাজী (৭৩)। তিনি তালা উপজেলার খাজুরা শাহাদাতপুর গ্রামের ফকির আলী গাজীর ছেলে।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বৃদ্ধ শহর আলী জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে গত ৫ ডিসেম্বর হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফনের জন্য পরিবারের সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।