Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে আসলাম চৌধুরীসহ বিএনপির ৪২ নেতা-কর্মীর বিচার শুরু

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১০ ডিসেম্বর, ২০২০, ১০:০০ পিএম

বিএনপির যুগ্ম মহাসচিব ও চট্টগ্রাম উত্তর জেলার আহ্বায়ক আসলাম চৌধুরীসহ ৪২ নেতাকর্মীর বিরুদ্ধে নাশকতার অভিযোগে একটি মামলার বিচার শুরু হয়েছে।

২০১৩ সালে সীতাকুণ্ড থানায় দায়েরকৃত মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্য দিয়ে বৃহস্পতিবার আদালত বিচার শুরুর এ আদেশ দেন। আগামী ২২ মার্চ থেকে সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন আদালত।

চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত জেলা ও দায়রা জজ এস এম শহীদুল্লাহ কায়সারের আদালত এ আদেশ দেন বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী রুবেল পাল।
২০১৩ সালের ১৬ নভেম্বর ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়ায় সড়ক অবরোধ করে বাসে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলাম বাদী হয়ে আসলাম চৌধুরীসহ ২১ জনকে এজাহারনামীয় ও আরও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
এসআই শাহ আলম ২০১৪ সালের ১২ এপ্রিল আসলাম চৌধুরীসহ ৪২ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ