Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খাবার স্পর্শ করায় দলিত যুবককে পিটিয়ে হত্যা অন্ধ্রে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ ডিসেম্বর, ২০২০, ১২:০৩ এএম

খাবার স্পর্শ করার জেরে দলিত যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভারতের অন্ধ্রপ্রদেশের ছত্তারপুর জেলায়। সেখানে দলিত দেবরাজ অনুরাগি’কে পিটিয়ে হত্যা করেছে দুই যুবক। আহত অবস্থায় পরিবারের লোকজনকে এ ব্যাপারে জানানোর পর মারা যান দেবরাজ। পুলিশ কর্মকর্তা সামির সৌরভ বলেছেন, ভারতীয় আইনের ৩০২ ধারায় মামলা নেওয়া হয়েছে। পুলিশ বলছে, দুই যুবক- রোহিত সনি ও সন্তোষ পাল মিলে দেবরাজকে বেধড়ক পেটায়। মারধরের পর বাড়ির সামনে তাকে রেখে পালিয়ে যায়। মারা যাওয়ার আগে দেবরাজ জানিয়েছেন, খাবার স্পর্শ করার কারণে রোহিত ও সন্তোষ মিলে তাকে পিটিয়েছে। মারের চোটে দেবরাজের পিঠে কালো দাগ পড়ে গেছে। খালিজ টাইমস।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ