Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

পল্লী পশু চিকিৎসক এর ভুল চিকিৎসায় দুইটি বাছুরের মৃত্যু, ৫০হাজার টাকা জরিমানা

সখিপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ২:৩১ পিএম

নাম লোকমান হোসেন সখিপুর উপজেলার শোলাপ্রতিমা দাখিল মাদরাসার সহকারি শিক্ষক। শুধু তাই নয় ভুয়া কাজী ও ভূয়া পল্লী চিকিৎসক হিসাবেও এলাকায় পরিচিত। তারই ভুল চিকিৎসায় উপজেলার রতনপুর গ্রামের হযরত আলীর ছেলে আব্দুর রহমানের তিন দিনের বকনা বাছুর ও ছয়দিনের এঁেড় বাছুর মারা যায়। বাছুর দু’টির ক্ষতিপূরন ও ভুয়া পল্লী চিকিৎসকের বিচার চেয়ে যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার ও ইউএনও চিত্রা শিকারীর নিকট মৃত বাছুর দু’টি নিয়ে সোমবার বিকালে আব্দুর রহমান তাদের কার্যালয়ে হাজির হয়েছে। আর ঘটনাটি ঘটেছে সোমবার সকালে। ইউএনও এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট চিত্রা শিকারী নিজ কার্যালয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে ভূয়া পল্লী পশু চিকিৎসক লোকমান হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা করেন। আব্দুর রহমান বলেন,লোকমান হোসেনকে ধরে এনে ইউএনও স্যার ৫০হাজার টাকা জরিমানা করেছেন,আমরা বিচার পেয়েছি। । এ ব্যাপারে ভূয়া চিকিৎসক লোকমান হোসেনের মুঠোফেনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ভুলত্রুটি হতেই পারে,ভুলের খেসারত দিয়েছি। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি তদন্ত) এএইচএম লুৎফুল কবির বলেন,ক্ষতিগ্রস্থ বাছুর দু’টি মালিক আব্দুর রহমানকে ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে জরিমানার ৫০হাজার টাকা দিয়ে দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ