Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে দুই হোটেল মালিককে জরিমানা

দৌলতখান (ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১ ডিসেম্বর, ২০২০, ৫:৫৭ পিএম

ভোলার দৌলতখানে দুই হোটেল মালিককে মূল্য তালিকা প্রদর্শন না করায় ও মেয়াদ উত্তীর্ণ মালামাল হোটেলে রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় দৌলতখান পৌর শহরের উত্তর ও দক্ষিণ মাথায় ভোলা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান ঘন্টাব্যাপি অভিযান পরিচালনা করে এ জরিমানা করেন। এ সময় মেয়াদউত্তীর্ণ মালামাল রাখার দায়ে নুর হোটেল মালিককে ৫ হাজার টাকা ও মূল্য তালিকা প্রদর্শন না করায় বিসমিল্লাহ হোটেল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভোলা জেলা জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দৌলতখান পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করে দুই হোটেল মালিককে মূল্য তালিকা প্রদর্শণ না করায় ও মেয়াদ উত্তীর্ণ মালামাল হোটেলে রাখার দায়ে ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান আমাদের অব্যাহত থাকবে। এছাড়া করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে সচেতনতা মূলক মাইকিং সহ সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়। এ সময় দৌলতখান থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান ও সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ