Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতখানে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা

দৌলতখান(ভোলা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ৩:১৬ পিএম

দৌলতখানে মাস্ক না পরায় ৫ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে আসাদ নামে এক যুবককে ১ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার(২৩ নভেম্বর) দুপুরে দৌলতখান পৌর শহরের বাসস্ট্যান্ড ও সেলিম চত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কাওছার হোসেন। এসময় ওই এলাকায় মাস্ক ছাড়া ঘোরাফেরা করা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার অপরাধে এক ব্যবসায়ীসহ ৫ জনের কাছ থেকে ২ হাজার ২’শ টাকা জরিমানা আদায় করা হয়। দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাওছার হোসেন বলেন, 'করোনাভাইরাসের সংক্রমণ কমাতে জনগনকে মাস্ক পরায় অভ্যস্ত করতে ও স্বাস্থ্যবিধি মেনে চলাচল করতে দৌলতখানে পৌর শহরে অভিযান চালানো হয়। করোনাভাইরাসের সংক্রমণ কমাতে এধরনের অভিযান অব্যাহত থাকবে।'



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জরিমানা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ