Inqilab Logo

বুধবার, ০৩ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১, ২৬ যিলহজ ১৪৪৫ হিজরী

সরিষাবাড়ীতে কৃষকের প্রণোদনার বীজ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

সরিষাবাড়ী (জামালপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:৫৩ পিএম

জামালপুরের সরিষাবাড়ীতে রবিবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকদের জন্য বরাদ্দ কৃষি অধিদপ্তরের প্রণোদনা বীজ ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, কৃষকের বাইরে নামসর্বস্ব অনেকেই এ তালিকায় অর্ন্তভূক্ত হয়েছেন। তালিকাভূক্ত একটি চক্র বরাদ্দকৃত বীজ ও সার গ্রুপ ভিত্তিকভাবে তুলে বিক্রি করে নগদ টাকা হাতিয়ে নিচ্ছে। এ ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি একজন উপসহকারী কৃষি কর্মকর্তা লাঞ্ছিত হন। এরপর কয়েকজন কৃষক বীজ ছিনতাইয়ের কবলে পড়লেন। প্রত্যক্ষদর্শী ও ভূক্তভোগীরা জানান, উপজেলার ডোয়াইল ইউনিয়নের ভবানীপুর গ্রামের ছয়জন কৃষক তাদের নামে বরাদ্দকৃত সরকারি প্রণোদনা (ফসলের বীজ) নিতে রবিবার সকালে কৃষি অফিসে যান। সাম্প্রতিক বন্যায় ফসলের ক্ষতি হওয়ায় তাদের প্রত্যেকের নামে ২০ কেজি করে গম-বীজ বরাদ্দ হয়। দুপুর ১২টা দিকে কৃষক বাসেদ মিয়া, রমজান আলী, আনোয়ার হোসেন, নাজমুল ইসলাম, দেলোয়ার হোসেন ও আমজাদ মিয়া কৃষি অফিসের গোডাউন থেকে তারা বরাদ্দকৃত বীজ উত্তোলন করেন। বীজ নিয়ে ভ্যান গাড়িযোগে বাড়ি ফেরার পথে উপজেলা নির্বাহী অফিসারের বাসভবনের সামনের মসজিদ রোডে একদল স্থানীয় দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। একপর্যায়ে কৃষকরা কিছু বুঝে ওঠার আগেই প্রকাশ্য দিবালোকে তাদের বীজগুলো ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে। এসময় স্থানীয়রা ঘটনা প্রত্যক্ষ করলেও কেউ এগিয়ে যায়নি। উপজেলা কৃষি সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নে কৃষি পুর্ণবাসনের আওতায় ১৪ হাজার ৭০০ ও কৃষি প্রণোদনার আওতায় দুই হাজার ৬৩০ জন কৃষককে তালিকাভূক্ত করা হয়। এর আওতায় ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে সরিষা, গম, ভুট্টা, ধান, মসুর, খেসারি, টমেটো, মরিচ ও বাদাম বীজ এবং সার বিতরণ করা হচ্ছে। কৃষক নাজমুল ইসলাম ও রমজান আলীসহ অভিযোগ করেন, ‘বীজগুলো ভ্যান গাড়িতে তোলার পর রাস্তায় ওঠার সাথে সাথেই ছিনতাইকারীরা আমাদের গতিরোধ করে। বীজগুলো নিতে তারা প্রকাশ্য দিবালোকে আমাদের ভয়ভীতি দেখায়। প্রাণের ভয়ে ছেড়ে দিতে বাধ্য হই।’ ডোয়াইল ইউপি সদস্য নার্গিস বেগম জানান, ‘ইউনিয়ন পরিষদ থেকে কৃষকদের নামের তালিকা চুড়ান্ত করে কৃষি অফিসে পাঠানো হয়েছিলো। প্রণোদনার বীজ নিয়ে তারা বাড়ি আসার পথেই ছিনতাইকারীরা সব বীজ ছিনিয়ে নিয়েছে, এটা খুব দুঃখজনক।’ এ ব্যাপারে কৃষি অফিসার আব্দুল্লাহ্ আল মামুন বলেন, ‘বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি। ছিনতাইয়ের ঘটনাটি অফিসের বাইরে হয়েছে, তাই আমাদের করণীয় কিছু নেই।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ছিনতাই


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ