Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দুই হাজার বছর আগের কঙ্কাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম

ইতালির পম্পেই নগরীতে দুই হাজার বছর আগের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। প্রত্নতত্ত্ববিদরা ধারণা করছেন, শনিবার উদ্ধারকৃত কঙ্কালটির একটি সেই সময়কার এক ধনাঢ্য ব্যক্তির এবং অপরটি তার ক্রীতদাসের। ইতালির প্রাচীন রোমান নগরীর উপকণ্ঠে একটি বাড়ি খননের সময় কঙ্কাল দুটির অংশবিশেষ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, খ্রিস্টপূর্ব ৭৯ সালে বাড়িটিতে একটি বিস্ফোরণ হয়। এরপর সেখান থেকে পালাতে গিয়ে দুই ব্যক্তি দগ্ধ হয়ে মারা যায়। উদ্ধারকৃত কঙ্কালের মেরুদন্ডের হাড় পর্যালোচনা করে দেখা যায় একজনের ১৮ থেকে ২৫ বছরের মধ্যে। মনে করা হচ্ছে, যুবক বয়সের ওই ব্যক্তি বাড়িতে শ্রমিক হিসেবে কাজ করত। আরেকজনের বুকের দিকের হাড় বিশ্লেষণ করে বলা হয়, তার বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। দুই কঙ্কালই উদ্ধার করা হয় বাড়ির উপরে দিকের সিড়ির করিডোরে। অল্প বয়স্ক ব্যক্তিটি পশমের কোনো শর্ট পরিহিত ছিলো। এবং অপরজনের গায়ে ছিলো ছোট শার্টের মতো কোনো বস্ত্র। দ্য সাবাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কঙ্কাল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ