মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজনৈতিক দোষারোপের নীতি বাদ দিয়ে পরমাণু সমঝোতার ধারাগুলো বাস্তবায়নের জন্য তিন ইউরোপীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ব্রিটেনের প্রতি আহ্বান জানিয়েছে ইরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিবজাদে ওই আহ্বান জানিয়েছেন। তিন ইউরোপীয় দেশ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএকে সহযোগিতা করতে ইরানের প্রতি আহ্বান জানানোর পর তিনি এ বক্তব্য দিলেন।
ইরান যখন আইএইএ’কে পূর্ণ সহযোগিতা করে যাচ্ছে তখন খাতিবজাদে ইউরোপীয় দেশগুলোর দায়িত্বজ্ঞানহীন এ বক্তব্যের নিন্দা জানান। তিনি বলেন, আইএইএ’সহ সকল আন্তর্জাতিক সংস্থার আইনের ভিত্তিতে ইরানের পরমাণু কর্মসূচি পরিচালিত হচ্ছে এবং এটি পরিচালনার পূর্ণ অধিকার তেহরান সংরক্ষণ করে।
ইরানের পরমাণু সমঝোতায় ইউরোপীয় দেশগুলোর দেয়া প্রতিশ্রুতি স্মরণ করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আমেরিকা এই সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর তিন ইউরোপীয় দেশ তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হয়েছে। এ অবস্থায় ইরান এই সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি থেকে ধাপে ধাপে সরে এসেছে।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।