Inqilab Logo

শনিবার, ২২ জুন ২০২৪, ০৮ আষাঢ় ১৪৩১, ১৫ যিলহজ ১৪৪৫ হিজরী

করোনামুক্ত হয়েই খুলনার নেতৃত্বে মাহমুদউল্লাহ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

নভেল করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ। আগের দিন করা কোভিড-১৯ পরীক্ষায় তার ফল নেগেটিভ এসেছে। গতকাল দুপুরে নিজেই এই খবর নিশ্চিত করেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার, ‘গতকাল (পরশু) আমার করোনার রিপোর্ট নেগেটিভ এসেছে। এখন আমি যত দ্রæত সম্ভব মাঠে ফেরার চেষ্টা করছি। এই সময়ে আমার পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।’
গত ৮ নভেম্বর পিএসএল খেলতে যাওয়ার কারণে রুটিন চেকআপে তার করোনা আক্রান্তের খবর পাওয়া যায়। এই কারণে পিসিএলে মুলতান সুলতানসের হয়ে সুযোগ পেয়েও খেলতে যেতে পারেননি তিনি। তবে খুব বেশি উপসর্গ না থাকা মাহমুদউল্লাহ ৯ দিনের মধ্যেই এই ভাইরাস থেকে সেরে উঠলেন। মাহমুদউল্লাহর পর করোনা আক্রান্ত হয়েছিলেন টেস্ট অধিনায়ক মুমিনুল হক, সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার। বোর্ড পরিচালক মাহবুব আনামও এই বৈশ্বিক এই মহামারিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন
করোনা আক্রান্ত অবস্থা থেকেই বঙ্গবন্ধু টি-২০ কাপের ড্রাফট থেকে মাহমুদউল্লাহকে দলে নিয়েছে জেমকন খুলনা। একই দলে খেলবে নিষেধাজ্ঞা থেকে ফেরা সাকিব আল হাসানও। তবে বিশ্বসেরা অলরাউন্ডারকে রেখে মাহমুদউল্লার কাঁধেই অধিনায়কত্বের গুরুভার তুলে দিয়েছে দলটি। করোনাভাইরাস থেকে তার মুক্তি পাওয়ার সংবাদের পরই এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে জেমকন খুলনা। বিজ্ঞপ্তিতে খুলনার ম্যানেজিং ডিরেক্টর কাজী এনাম আহমেদ বলেছেন, ‘বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে অংশ নিতে পেরে আমরা খুবই উল্লসিত। মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসান দুইজনকেই আমাদের দলে পেয়ে আরও বেশি উচ্ছ¡সিত। এ আসরে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মাহমুদউল্লাহ জেমকন খুলনারও নেতৃত্ব দিবে। এর আগে বিপিএলে সে সফলতার সঙ্গে খুলনা টাইটান্সের নেতৃত্ব দিয়েছে।’
নেতৃত্ব পেয়ে মাহমুদউল্লাহও বেশ উচ্ছ¡সিত। নিজের দল নিয়ে দারুণ কিছুর করার প্রত্যয় ঝরে তার কণ্ঠে, ‘দল হিসেবে আমরা খুবই ভারসাম্যপ‚র্ণ। বোলিংয়ের দিক থেকে যদি বলি শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, হাসান মাহমুদদের সামর্থ্য আছে বড় কিছু করার। স্পিন আক্রমণে সাকিব আল হাসানের সঙ্গে রিশাদ হোসেন মিলে আনবে বৈচিত্র্য। আমার মনে হয় দল হিসেবে জেমকন খুলনা বড় কিছুর জন্য দুর্দান্ত দল। ব্যাটিংয়ে আমাদের অভিজ্ঞতায় ভরপুর। এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, সাকিব, জহুরুল ইসলাম অমি আর আমিও আছি। দীর্ঘদিন খেলার কারণে সবাই অভিজ্ঞ। এছাড়া শুভাগত হোম, আরিফুল হকরা প্রচুর ক্রিকেট খেলেছে। পুরো দল নিয়ে আমি খুশি।’
এবার বঙ্গবন্ধু টি-২০ কাপে নতুন মিশনে নামছেন এ অলরাউন্ডার। আগামী ২৪ নভেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী দিন রাতে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে তার দল।

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাহমুদউল্লাহ


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ