মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তানজানিয়ায় চার বছর ধরে অনর্থক আটক থাকার পর ইরানের আটজন নাবিক দেশে ফিরেছেন। ইরান সরকারের সফল কূটনীতি কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে মুক্তি সম্ভব হয়েছে।
আজ (সোমবার) নাবিকরা ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর চবাহারে পৌঁছান। ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরীতে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হামিদ রেজা তুসি জানান,গত সপ্তাহে এই আট নাবিক তানজানিয়া থেকে মুক্তি পেয়েছেন।
তিনি জানান, আফ্রিকার এ দেশটিতে অবস্থিত ইরানের দূতাবাস, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব নাবিকের মুক্তির পথ সহজ করেছে।
ইরানি নাবিকদের মুক্ত করার জন্য তানজানিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কয়েকদফা দেশটির প্রেসিডেন্ট, অ্যাটর্নি জেনারেল এবং অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন।
তুসি জানান, তানজানিয়ায় এখনো কমপক্ষে ২২ জন ইরানি জেলে আটক রয়েছেন।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।