পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
২০২১ সালে চীন ও পাকিস্তানের ক‚টনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীকে সামনে রেখে বুধবার থেকে বেইজিংয়ের একটি সিনেমা হলে পাকিস্তান বিমান বাহিনীর উপর নির্মিত একটি মুভি প্রদর্শনী শুরু হয়েছে। প্রিমিয়ার শোতে উপস্থিত ছিলেন বেইজিংয়ে নিযুক্ত পাকিস্তানী রাষ্ট্রদ‚ত মইনুল হক। ‘পারওয়াজ হ্যায় জুনুন’ নামে এই সামরিক অ্যাকশনধর্মী মুভিটি ২০১৮ সালে তৈরি করা হয়। এর পরিচালক হাসিব হাসান। গত ৪৫ বছরের মধ্যে চীনের ম‚ল ভ‚খÐে মুক্তি পাওয়া প্রথম সিনেমা এটি। একদল তরুণ দেশপ্রেমিক ক্যাডেটকে নিয়ে এই ছবির কাহিনী, সব ধরনের চ্যালেঞ্জ ও কঠিন পরিস্থিতি মোকাবেলা করে যারা পাকিস্তানের সেরা পাইলটে পরিণত হয়। মুভির এক অংশে একটি জেএফ-১৭ ফাইটারকে হাইলাইট করা হয়েছে। চতুর্থ প্রজন্মের এই ফাইটার যৌথভাবে তৈরি করেছে চীন ও পাকিস্তান, দর্শকদের অবাক করে দিয়ে পর্দায় এর আবির্ভাব ঘটে। সিনেমায় দেখা যায় এয়ারফোর্স একাডেমির এক শিক্ষক এক শিক্ষার্থীকে জিজ্ঞেস করছেন জেএফ-১৭ ও মিরেজ-২০০০ এর মধ্যে তুলনা করতে। ছাত্রের উত্তর জেএফ-১৭-এ নমনীয়তা ও নিরাপত্তাসহ তিনটি বেশি সুবিধা রয়েছে। পরে শিক্ষক এর সঙ্গে আরো সুবিধার কথা যোগ করেন। মুভিতে নারী পাইলটদের উপরেও নজর দেয়া হয়। দেখা যায় এক পাকিস্তানী তরুণী তার মার্কিন নাগরিকত্ব ও বিলাসবহুল জীবন ছেড়ে, অনেক কষ্ঠকর পরিস্থিতি পারি দিয়ে শেষ পর্যন্ত তার জেএফ-১৭ ফাইটার পাইলট হওয়ার স্বপ্ন প‚রণ করে। এই মুভি দেখতে বিপুল সংখ্যক দর্শক জড় হয়। এদের বেশিরভাগ কখনো পাকিস্তানি সিনেমা দেখেননি। তারা পাকিস্তানি সিনেমা শিল্প সম্পর্কেও অনেক কিছু শেখেন। ছবিটি দেখানোর পর রাষ্ট্রদ‚ত দর্শকদের জানান যে চীনে আরো পাকিস্তানি মুভি ও টিভি ড্রামা দেখানো হবে যাতে চীনারা পাকিস্তানি জনগণের সংস্কৃতি ও দুই দেশের বন্ধুত্বের শক্তি সম্পর্কে বুঝতে পারে। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সামরিক বিশেষজ্ঞ ও চলচ্চিত্র সমালোচক শিয়াও নিং বলেন, চার বছরের প্রচেষ্টায় যৌথভাবে নির্মিত জেএফ-১৭ বিমান নিয়ে তার আগ্রহ রয়েছে এবং এটা দুই দেশের বন্ধুত্বের প্রমাণ। গেøাবাল টাইমস, এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।