মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদে টানা কয়েক বছর ধরে চীনের সঙ্গে তাদের সম্পর্ক জোরদার সংক্রান্ত প্রস্তাব পেশ করা হয়েছে। তাতে চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে আরব দেশগুলোর দৃঢ়প্রতিজ্ঞা এবং চীন-আরব গভীর মৈত্রী ও সুসংহত কৌশলগত অংশীদারিত্বের সম্পর্ক প্রতিফলিত হয়েছে।
আজ (শুক্রবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে এসব কথা বলেছেন। তিনি বলেন, চীন ও আরব একে অপরের সার্বিক সহযোগিতা, অভিন্ন উন্নয়ন ও ভবিষ্যতমুখী কৌশলগত অংশীদার। দু’পক্ষ কেন্দ্রীয় স্বার্থ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ যত্নশীল বিষয়ে পরস্পরকে দৃঢ় সমর্থন দিয়েছে।
মাও নিং বলেন, গত আগস্ট মাসে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি চীনের তাইওয়ান সফর করে। আরব লীগের মহাসচিব অবিলম্বে এক-চীন নীতিতে অটল থাকার কথা ব্যক্ত করেন।
তিনি আরও বলেন, চীন-আরব বিভিন্ন ক্ষেত্রের বাস্তব সহযোগিতা গভীরতর হয়েছে, যা দক্ষিণ-দক্ষিণ সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে। দু’পক্ষ মধ্য-প্রাচ্যসহ নানা সমস্যায় ঘনিষ্ঠ সমন্বয় বজায় রেখেছে এবং আঞ্চলিক শান্তি ও উন্নয়নের জন্য অবদান রাখছে। সূত্র: সিনহুয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।