মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সম্প্রতি কোভিড রোগী শনাক্তের সংখ্যা বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে চীনের রাজধানী বেইজিং নগরীর বাসিন্দাদের গণ-কোভিড পরীক্ষা শুরু করেছে। বেইজিংয়ের চাওয়াং এলাকায় গত সপ্তাহান্তে ২৬ জনের করোনা শনাক্ত হয়। বেইজিংয়ের সর্বশেষ কোভিড সংক্রমণ বৃদ্ধির মধ্যে এটিই এখন পর্যন্ত সর্বাধিক শনাক্তের সংখ্যা। এদিকে, পর্যাপ্ত খাদ্য সরবরাহের সরকারি আশ্বাস সত্ত্বেও সুপারমার্কেট ও বিভিন্ন দোকানের বাইরে ক্রেতাদের দীর্ঘ সারি দেখা গেছে। আশঙ্কা করা হচ্ছিল, বেইজিংও চীনের বৃহত্তম নগরী সাংহাইয়ের মতো একই পরিস্থিতির মুখোমুখি হতে পারে। সাংহাইয়ে প্রায় ২৫ মিলিয়ন মানুষকে কয়েক সপ্তাহ ধরে নিজ নিজ বাড়িতে নিভৃতবাসে থাকতে হয়েছিল। বেইজিংয়ের রোগ প্রতিরোধ দলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের বৃহত্তম চাওয়াং এলাকার ৩৫ লাখ বাসিন্দা তিন দফা গণপরীক্ষা হবে। সুপারমার্কেটে ছুটছেন বাসিন্দারা। বিবিসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।