Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিহারে মাত্র ১৯ আসনে মুসলিম প্রার্থীরা জয়ী

বিভক্তির কারণে আসন কমছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০২০, ১২:০৩ এএম

যে বিহারে ৪০-৪৫ আসনে জয়পরাজয় নির্ধারণ করে মুসলিমরা সেখানে এবার জয় পেয়েছে মাত্র ১৯ আসনে। যা গতবারের চেয়ে ৫ টি কম। মুসলিমরা বহু দলে ভাগ হয়ে যাওয়ার কারণে দিন দিন আসন কমছে। ভারতের বিহার রাজ্যে এবারের বিধানসভার নির্বাচনে ২৪৩ আসনের মধ্যে মুসলিম প্রার্থীরা নির্বাচিত হয়েছেন ১৯টিতে। রাজ্যটিতে প্রায় ১৭ শতাংশ বা ১৬.৮৭ শতাংশ মুসলিমের বাস। ২০১৫ সালের বিহার বিধানসভা নির্বাচনে ২৪ মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। কিন্তু এবার মাত্র ১৯ বিধায়ক নির্বাচিত হয়েছেন। অর্থাৎ গতবারের চেয়ে এবার ৫ মুসলিম বিধায়ক কম। রাজ্যটিতে এবারের নির্বাচনে আরজেডি থেকে সর্বাধিক ৮ বিধায়ক জিতেছেন। এর পর আসাদউদ্দিন ওয়াইসির দল মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) থেকে ৫ বিধায়ক নির্বাচিত হয়েছেন। কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন চারজন। এ ছাড়া সিপিআইএম এবং বিএসপি থেকে একজন করে মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছেন। বিধানসভা নির্বাচনে জেডিইউ ১১ মুসলিম বিধায়ককে টিকিট দিলেও একজনও জয়ী হতে পারেননি। ২০১৫ সালে যে ২৪ মুসলিম প্রার্থী বিধায়ক নির্বাচিত হয়েছিলেন। একইভাবে ২০১০ সালে ১৬ মুসলিম বিধায়ক বিধানসভায় পৌঁছে ছিলেন। ১৯৫২ সালের পর থেকে এ পর্যন্ত সবচেয়ে বেশি মুসলিম বিধায়ক নির্বাচিত হয়েছিলেন ১৯৮৫ সালে। সেবার এই সংখ্যা ছিল ৩৪। এবারের বিধানসভা নির্বাচনে আরজেডি থেকে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ ইসরাফিল মনসুরী। তিনি কণ্টী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন। একই দলের নরকাটিয়া কেন্দ্র থেকে জিতেছেন শামিম আহমেদ। এ ছাড়া আরজেডি প্রার্থী আলী আশরাফ সিদ্দিকী (নাথনগড়), মুহাম্মদ নেহালউদ্দিন (রফিগঞ্জ), আখতারুল ইসলাম শাহীন (সমস্তিপুর), ইউসুফ সালাউদ্দিন (সিমরি বখতিয়ারপুর), সাউদ আলম (ঠাকুরগঞ্জ) মুহাম্মদ কামরান (গোবিন্দপুর) জয়ী হয়েছেন। ‘মিম’-এর যারা জয়ী হয়েছেন, তারা হলেন- আখতারুল ইমান (অমৌর), মুহাম্মদ আনজার নায়ীমী (বাহাদুরগঞ্জ), সৈয়েদ রুকুনুদ্দিন আহমেদ (বাইসি), শাহনওয়াজ (জকিহাট) ও মুহাম্মদ ইজাহার আসফি (কোচাধামন) জয়ী হয়েছেন। কংগ্রেস থেকে নির্বাচিত হয়েছেন- আবিদুর রহমান (অররিয়া), শাকিল আহমেদ খান (কাদোয়া), মুহাম্মদ আফাক আলম (কসবা), ইজাহারুল হুসাইন (কিষাণগঞ্জ)। এ ছাড়া সিপিআই (এমএল-এল) থেকে নির্বাচিত হয়েছেন- মাহবুব আলম (বলরামপুর)। বিএসপি থেকে নির্বাচিত হয়েছেন মুহাম্মদ জামান খান (চেইনপুর)। দ্য হিন্দু, এনডিটিভি।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মুসলিম


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ