নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
যতটা ভাবা হয়েছিল তার চেয়ে গুরুতর আনসু ফাতির চোট। চার মাসের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন বার্সেলোনার তরুণ এই ফরোয়ার্ড। বার্সেলোনা জানায়, ভালোভাবেই শেষ হয়েছে ফাতির হাঁটুর অস্ত্রোপচার। সেরে উঠে মাঠে ফিরতে তার চার মাসের মতো সময় লাগতে পারে।
ক্যাম্প ন্যুয়ে গত শনিবার লা লিগায় রিয়াল বেতিসকে ৫-২ গোলে হারানো ম্যাচের ৩১তম মিনিটে প্রতিপক্ষের ডি-বক্সে পেছন থেকে ফাউলের শিকার হন ফাতি। দ্বিতীয়ার্ধে তিনি আর মাঠে নামেননি। ওই দিনই পরীক্ষার পর তার চোটের বিষয়টি জানায় ক্লাব।
চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১০টি ম্যাচ খেলেছেন ফাতি; সাতটি লা লিগায়, চ্যাম্পিয়ন্স লিগে তিনটিতে। পাঁচ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন দুটি।
এদিকে দুঃসময় যেন পিছু ছাড়ছে না চিরপ্রতিদ্ব›দ্বী রিয়াল মাদ্রিদকেও। ভালেন্সিয়ার বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে আরেকটি ধাক্কা খেয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়নরা। ডান পায়ে চোট পেয়ে ছিটকে গেছেন মিডফিল্ডার ফেদে ভালভেরদে। লা লিগায় রোববার ভালেন্সিয়ার মাঠে ৪-১ গোলে হারা ম্যাচে চোট পান তিনি। ম্যাচের ৬৫তম মিনিটে প্রতিপক্ষ খেলোয়াড়ের সঙ্গে সংঘর্ষে পায়ে আঘাত পান দলের নিয়মিত খেলোয়াড় ভালভেরদে। এর ১১ মিনিট পর মাঠ ছাড়েন তিনি। তার জায়গায় টনি ক্রুসকে নামান কোচ।
পরীক্ষায় তার ডান পায়ের হাড়ে চিড় ধরা পড়ার বিষয়টি গতকাল এক বিবৃতিতে জানায় রিয়াল। তবে সেরে উঠতে তার কতদিন লাগবে, তা জানানো হয়নি। স্প্যানিশ পত্রিকা এএসের মতে, কমপক্ষে এক মাস মাঠের বাইরে থাকতে হবে ২২ বছর বয়সী এই ফুটবলারকে। তা বেড়ে হতে পারে দুই মাসও। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মাঠের বাইরে আছেন এদের মিলিতাও, এদেন আজার ও কাসেমিরো। চোটে ভুগছেন দানি কারভাহাল, নাচো ফের্নান্দেস, ও আলভারো ওদ্রিওসোলা। স্বাভাবিকভাবেই উরুগুয়ের হয়ে চলতি মাসে কলম্বিয়া ও ব্রাজিলের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বে খেলা অনিশ্চিত ভালভেরদের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।