বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
টাঙ্গাইলের সখিপুরে মোটরসাইকেলের প্রয়োজনীয় যন্ত্রাংশ না থাকায় ১৭ চালককে ৮ হাজার ৯শত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ নভেম্বর) দুপুরে পৌরশহরের তালতলা চত্বরে আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা এ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলা বিভিন্ন এলাকায় বেড়ে গেছে মোটরসাইকেলের সংখ্যা। ওইসব মোটরসাইকেলে নেই লুকিং গ্লাসসহ প্রয়োজনীয় যন্ত্রাংশ। এ কারণে রোববার দুপুরে উপজেলা প্রশাসন পৌরশহরের তালতলা চত্বরে ভ্রাম্যমাণ আদালত বসায়।
আদালতের নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) হা-মীম তাবাসসুম প্রভা বলেন, সড়ক পরিবহন আইন ২০১৮-এর ৮৪ ও ৯২ ধারায় উপজেলার বিভিন্ন গ্রামের ১৭ মোটরসাইকেল চালককে ৮ হাজার ৯শ টাকা জরিমানা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।