Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভালোবাসার সঙ্গী না পাওয়া পর্যন্ত থামবেন না

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ১২:০১ এএম


দু-একবার নয়, এখন পর্যন্ত দশবার বিয়ের অনুষ্ঠানে বসেছেন ৫৬ বছর বয়সী মার্কিন নারী ক্যাসি। তবুও তিনি ‘মি. রাইট’ কিংবা তাকে ‘ভালোবাসতে পারে’ এমন মানুষ খুঁজে পাননি। তাই তিনি ১০ম স্বামীকেও ডিভোর্স দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। সফল এই ব্যবসায়ী নারী স¤প্রতি এক টেলিভিশন শোতে উপস্থিত হন সম্পর্ক বিষয়ে উপদেশের জন্য। সেখানেই তিনি এসব তথ্য জানান। ১০ম স্বামীর সঙ্গে বিচ্ছেদের দ্বারপ্রান্তে এসে ক্যাসি সিদ্ধান্ত নিয়েছেন, যতগুলো বিয়েই করতে হোক ‘চিরদিনের মতো ভালোবাসার’ সঙ্গী না পাওয়া পর্যন্ত তিনি থামবেন না। তিনি বলেন, ‘বিবাহিত থাকা অবস্থায় আমি একসময় অতিষ্ঠ হয়ে পড়ি। আমিই প্রথম বলি, “যথেষ্ট হয়েছে আমরা বিচ্ছিন্ন হতে যাচ্ছি”।’ এই নারী জানান, তার প্রথম সংসারটি টিকেছিল ৮ বছর। আর এটিই ছিল সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকা সম্পর্ক। দ্বিতীয় সম্পর্কের স্থায়ীত্ব ছিল ৭ বছর। এই সংসারে একটি ছেলে সন্তানেরও জন্ম দিয়েছিলেন তারা। টেলিভিশন শো-তে তৃতীয় থেকে ১০ম সংসার কিংবা স্বামীদের বিষয়ে বিস্তারিত কিছু না বললেও রক শিল্পী থেকে ধর্ম প্রচারক সবাইকে সঙ্গী হিসেবে বেছে নিয়েছিলেন তিনি। এমনকি স্কুলজীবনের ভালোলাগা মানুষটিকেও বিয়ে করেছেন তিনি।এতো কিছুর পরেও ক্যাসির দাবি, তিনি আসল ভালোবাসার মানুষকে খুঁজে পাননি। তাই তিনি আরও বিয়ে করতে চান। মিরর।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সঙ্গী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ