Inqilab Logo

রোববার ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩১ ভাদ্র ১৪৩১, ১১ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

শেখ রাসেলকে নিয়ে গাইলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লীনু বিল্লাহ

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৮ অক্টোবর, ২০২২, ১২:০০ এএম

প্রখ্যাত সঙ্গীতশিল্পী লীনু বিল্লাহ দীর্ঘদিন পর গান গাইলেন। আজ বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে গানটি বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচার করা হবে। ‘কখনো ‘কখনো মাঝ রাতে শুনি/শেখ রাসেলের কান্নার ধ্বণি’ এমন কথার গানটি লিখেছেন খ্যাতিমান গীতিকবি ও সাংবাদিক জাকির হোসেন আজাদী। গানটি সুর করেছেন প্রখ্যাত সঙ্গীতজ্ঞ শেখ সাদী খান। তিনি বলেন, সাংবাদিক আজাদীর গানটি হাতে পাওয়ার পর আমার মনে হচ্ছিল, গানের কথাগুলো সুর হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। অনবদ্য কথায় দুর্দান্ত দৃশ্যকল্প অংকিত হয়েছে গানে। আমার বিশ্বাস, গানটি কখনও হারাবে না। বরং কাল থেকে কালান্তরের মানুষের হৃদয়ে বেঁচে থাকবে সযত্নে। লীনু বিল্লাহ এই গানে কণ্ঠ দিয়ে গানটিকে করেছেন অমর। লীনু বিল্লাহ বলেন, জীবনে অনেক গান গেয়েছি। তবে সব গানে আত্মতৃপ্তি পাওয়া যায় না। সাংবাদিক আজাদীর গানটিতে কণ্ঠ দেওয়ার আগে থেকেই সবার মুখে এর প্রশংসা শুনছিলাম। গানটি গেয়ে আমি যেভাবে বিমোহিত হয়েছি তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। রেকর্ডিং ও শুটিংয়ের পর থেকে সবাই খুব প্রশংসা করছেন। তাতেই আমি ধন্য। আমি মনে করি আমার জীবনের একটি অন্যতম কাজ হয়েছে এটি। আশা করি গানটি যুগযুগ বেঁচে থাকবে। এই গানের আবেদন কখনও ফুরাবে না। গীতিকবি জাকির হোসেন আজাদী বলেন, শেখ রাসেলের জীবনের শেষ কথাটি নিয়ে এই গান রচিত হয়েছে। গানটি বাংলাদেশ টেলিভিশন মনোনিত করায় ও কিংবদন্তী সুরস্রষ্টা শেখ সাদী খান ভাইয়ের সুরের মূর্ছনায় এবং আরেক কিংবদন্তী কণ্ঠশিল্পী লীনু বিল্লাহ ভাইয়ের কণ্ঠের মাধুর্যে হয়েছে অনন্য অমর সৃষ্টি। আমার বিশ্বাস গানটি অমর হয়ে থাকবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শেখ রাসেলকে নিয়ে গাইলেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী লীনু বিল্লাহ
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ