Inqilab Logo

বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৩ আশ্বিন ১৪৩০, ১২ রবিউল আউয়াল ১৪৪৫ হিজরী

আবারও নাটকে অভিনয় করলেন সঙ্গীতশিল্পী পড়শী

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ জুন, ২০২২, ১২:০৫ এএম

আবারও ঈদের নাটকে অভিনয় করেছেন সঙ্গীতশিল্পী পড়শী। গত ঈদে ‘মারিয়া ওয়ান পিস’ নামে একটি নাটকে অভিনয় করেন তিনি। নাটকটি আরটিভিতে প্রচার হয়েছিলি। এবার কোরবানি ঈদের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। নাটকটির নাম ‘শাদী মোবারক’। এটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এটি একটি পারিবারিক নাটকীয়তার গল্প। একজন প্রবাসীর দেশে ফেরা, বিয়ে এবং দা¤পত্যজীবনের বিভিন্ন খুঁটিনাটি বিষয়কে কেন্দ্র করে গল্প এগিয়েছে। নাটকটির শুটিং হয়েছে মাওয়াতে। আসন্ন ঈদে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউবে নাটকটি প্রকাশিত হবে। প্রচার হবে টেলিভিশনেও। পড়শী বলেন, বেশ ভালো একটি কাজ হয়েছে। নাটকটির গল্প চমৎকার। আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। এ কারণেই কাজটি করা। এতে আমার বিপরীতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান। তারা অসাধারণ একজন অভিনেতা। অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে পড়শী বলেন, ভালো কাজ হলে করতে আপত্তি নেই। তবে গল্প ও চরিত্র আমার সঙ্গে অবশ্যই যেতে হবে। উল্লেখ্য, এর আগে পড়শী শাকিব খানের বিপরীতে একটি সিনেমায় অভিনয় করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আবারও নাটকে অভিনয় করলেন সঙ্গীতশিল্পী পড়শী
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ