Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গোদাগাড়ীতে অতিরিক্ত মদ্যপানে একজনের মৃত্যু, সংকটাপন্ন ২

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ নভেম্বর, ২০২০, ১২:১৯ পিএম

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় তিনজন মেয়াদ মেয়াদ উত্তীর্ণ অতিরিক্ত মদ্যপান করে সেলিম (৩০) নামের এক যুবক রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। সে মাটিকাটা গ্রামের নিজাম উদ্দীনের ছেলে।

এই ঘটনায় সংকটাপন্ন অবস্থায় আরো ২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরা হলেন, রেলগেট ভাটা পাড়া গ্রামের বাগ রশিদের ছেলে ফ্রিজের দোকানদার গোলাম রাব্বানী (৪০) ও রেলগেট এলাকার ভুলুর ছেলে জিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই তিনজন মেয়াদ উত্তীর্ন অতিরিক্ত মদ্যপান করে মাতাল হয়ে গিয়েছিলো। রাত ৩ টার দিকে তাদের অবস্থা খারাপ হলে রামেক হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সকাল পৌনে ১০ টার দিকে সেলিম মারা যায়।
সেলিমের মারা যাওয়ার বিষয়টি তার বড়ভাই হালিম নিশ্চিত করেছেন এবং এলকোহল অতিরিক্ত খেয়ে মারা গেছে বলে দাবি করেন। অপর দুইজন সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা নিচ্ছেন বলে জানান।

রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের পুলিশ বক্স হতে বিষয় টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মৃত্যু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ