মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তিন মাসের মধ্যে লিবিয়া থেকে সব বিদেশি সেনা ফেরত পাঠানোসহ ‘স্থায়ী যুদ্ধবিরতি’তে সম্মত হয়েছে লিবিয়ার দুই বিরোধী পক্ষ।
শুক্রবার জাতিসংঘ সমর্থিত লিবিয়ার জাতীয় সরকার এবং দেশের পূর্বাঞ্চলের খলিফা হাফতারের নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির প্রতিনিধিরা এ ‘স্থায়ী যুদ্ধবিরতি’ চুক্তিতে সই করেন।
এর আগে, জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভাতে তারা এ বিষয়ে এক সপ্তাহব্যাপী বৈঠক করেন বলে দ্য গার্ডিয়ান জানায়।
লিবিয়ায় জাতিসংঘ মিশনের ভারপ্রাপ্ত প্রধান স্টেফানি উইলিয়ামস বলেন, ‘আজ লিবিয়ার জনগণের জন্য একটি শুভ দিন।’
জেনেভার বৈঠকে লিবিয়ার দুই বাহিনীর প্রতিনিধিত্বকারী সামরিক কর্মকর্তাদের সাহস ও দেশপ্রেমের প্রশংসা করে তিনি বলেন, ‘দুই পক্ষ তাৎক্ষণিকভাবে পুরো দেশের জন্য কার্যকর করা যায় এমন একটি স্থায়ী চুক্তিতে সই করেছেন।’
তিনি আরও বলেন, ‘তারা তিন মাসের মধ্যে লিবিয়া থেকে বিদেশি বিমান, স্থল ও নৌ সেনাদের ফেরত পাঠাতে রাজি হয়েছে।’
উইলিয়ামস বলেন, ‘এখন লক্ষ্য হচ্ছে দেশটিতে একটি একক সংস্থা হিসেবে সশস্ত্র বাহিনীকে পুনরায় সংহত করা। দুই পক্ষের সব সশস্ত্র ইউনিট চিহ্নিত করে শ্রেণীকরণের মধ্যমে এটি শুরু হবে।’
যদিও, লিবিয়ায় এর আগেও যুদ্ধবিরতির চুক্তি হয়েছে এবং তা ভঙ্গও হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের উচিৎ সেসব ঘটনাকে গুরুত্ব না দেওয়া। এই দীর্ঘ সঙ্কটের পর যদি তারা আবার মিলেমিশে থাকে, তাহলে তারা আমাদের সহযোগিতা পাবে।’ সূত্র : রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।