মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগরনো-কারাবাখ দখলমুক্ত করতে মুসলিম উম্মাহর সমর্থন দরকার বলে উল্লেখ করেছে ইরান।দেশটির অন্যতম শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মোকারম সিরাজী এক বিবৃতিতে এ কথা বলেন। এ অঞ্চল নিয়ে আর্মেনিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আজারবাইজানকে ইরান পূর্ণ সমর্থন করে বলেও তিনি উল্লেখ করেন। -ট্রেন্ড.এজেড, আজের নিউজ, রয়টার্স, বিবিসি
মোকারম সিরাজী বলেন, বছরের পর বছর নাগরনো-কারাবাখ দখল হয়ে আছে। এ নিয়ে মাঝেমধ্যে যুদ্ধ হয়। সম্প্রতি ব্যাপক যুদ্ধ শুরু হয়েছে। আর এতে মুসলমানদের রক্ত ঝরছে। দখলদার আর্মেনিয়া এ জন্য দায়ী। তিনি বলেন, যেকোনও আলোচনা, মধ্যস্থতা ও সিদ্ধান্তে আসতে হবে। এর মূলে থাকতে হবে আজারবাইজানের পূর্ণ স্বাধীনতা। দেশটির ভূখণ্ড থেকে আর্মেনিয়াকে অবশ্যই সরে যেতে হবে। সিরাজী বলেন, পবিত্র ধর্ম অনুসারে সব নবী বিশেষ করে যিশু নিপীড়ন থেকে দূরে ছিলেন। সে অনুসারে আর্মেনিয়া সরকারকে দখলদারিত্ব ও নিপীড়ন বন্ধ করতে সব খ্রিস্টানের বোঝানো উচিত।
২৭ সেপ্টেম্বর থেকে অঞ্চলটি নিয়ে আর্মেনিয়ার সঙ্গে আজারবাইজানের যুদ্ধ চলছে। এ পর্যন্ত নাগরনো-কারাবাখের ৭ শতাধিক সেনা নিহত হয়েছে বলে আর্মেনিয়া দাবি করেছে। অন্যদিকে অর্ধশতাধিক বেসামরিক নাগরিক নিহতের তথ্য দিয়েছে আজারবাইজান। অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড। এটি আর্মেনিয়ার সমর্থন ও সহায়তা নিয়ে নিয়ন্ত্রণ করে আসছে জাতিগত আর্মেনিয়রা। ১৯৯০-১৯৯৪ সাল পর্যন্ত এ ভূখণ্ড নিয়ে সংঘর্ষে ৩০ হাজারের বেশি মানুষ নিহত হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।