বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নেছারাবাদে নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের ওই সাজা দেওয়া হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.মোশারেফ হোসেন ওই আদালত পরিচালনা করেন।
বুধবার দিবাগত রাতে উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ এর নেতৃত্বে উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ওই ৬ জেলেকে গ্রেফতার করা হয়। এসময় জেলেদের কাছ থেকে ২২টি ইলিশ, ৮ হাজার মিটার কারেন্ট জাল এবং ব্যবহৃত তিনটি ইঞ্জিন চালিত নৌকা আটক করেন।
পরে বুধবার সকালে গ্রেফতারকৃতদের ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেন। সাজাপ্রাপ্তরা হল ব্যাসকাঠির রতন দাস ও অপুর্ব হালদার এবং কামারকাঠি গ্রামের রুহুল আমিন,নাসির শেখ, মো,শিপন,সিদ্দিক মিয়াকে আটক করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।