Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত তালেবানের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১১ অক্টোবর, ২০২০, ১২:০৫ এএম

বড়দিনের আগেই আফগানিস্তান থেকে মার্কিন বাহিনীর সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের সিদ্ধান্তকে ‘ইতিবাচক পদক্ষেপ’ অভিহিত করে স্বাগত জানিয়েছে তালেবান। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের এবং তালেবানের মধ্যে দোহা চুক্তি সই হয়। চুক্তির শর্ত অনুযায়ী বিশ বছর পর আফগানিস্তান ছেড়ে চলে যাবে মার্কিন সেনারা। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণা চলাকালীন ট্রাম্প টুইট করে জানিয়েছেন, ‘বড়দিনের মধ্যেই আফগানিস্তান থেকে আমাদের সাহসী ছেলে-মেয়েরা ঘরে ফিরবে।’ তালেবানের মুখপাত্র মোহাম্মদ নঈম বিবৃতি দিয়ে বলেছেন, ‘ট্রাম্প যে মার্কিন-তালেবান চুক্তি কার্যকরের জন্য উদ্যোগী হয়েছেন, এটা নিঃসন্দেহে ইতিবাচক পদক্ষেপ। আমরা তার এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি।’ ট্রাম্পের সিদ্ধান্ত এমন একটা সময়ে এসেছে, যখন তালেবান ও আফগান সরকারের মধ্যে আলোচনা চলছে। দোহায় এই আলোচনায় দুই পক্ষই অনড় মনোভাব দেখাচ্ছে। ফলে আলোচনা এগোচ্ছে খুব ধীর গতিতে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে আল-কায়দার হামলার পর মার্কিন আফগানিস্তানে সেনা মোতায়েন করে যুক্তরাষ্ট্র। এর পর প্রায় ২০ বছর কেটে গেছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটাই সবচেয়ে দীর্ঘস্থায়ী লড়াই। ট্রাম্পের প্রতিশ্রুতি ছিল, এই দীর্ঘস্থায়ী লড়াই থেকে তিনি যুক্তরাষ্ট্রকে বের করে আনবেন। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী বাইডেনের সঙ্গে লড়াইয়ের মধ্যেই তিনি সেই উদ্যোগ নিলেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির পরই আফগান সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয় তালেবান। ২০১৪ সালে সামরিক জোট ন্যাটোর বাহিনী আফগানিস্তান ছাড়ে। এ বার মার্কিন সেনাও আফগানিস্তান ছাড়বে। ডয়েচে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তালেবান

১০ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ