মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
নাগোর্নো-কারাবাখ অঞ্চল দখল নিয়ে নতুন করে শুরু হওয়া আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে দ্বন্দ্ব তুরস্ক এবং রাশিয়ার ভূরাজনৈতিক বিবাদকে প্রকাশ করেছে। তিনদিন আগে শুরু হওয়া এই লড়াইয়ে কিছু বেসামরিক মানুষও মারা গেছে। এখানে ইরানের ভূমিকা নিয়ে ব্যাপকভাবে প্রশ্ন উঠেছে। শিয়া মুসলিম অধ্যুষিত আজারবাইজানের বিপরীতে খ্রিস্টান অধ্যুষিত আর্মেনিয়াকে ইরান গোপনে মদদ দিচ্ছে বলে অভিযোগ করেছেন যারা বিষয়টিকে খুব কাছ থেকে দেখছেন, এমন বিশ্লেষক ও বিশেষজ্ঞরা।–টিআরটি ওয়ার্ল্ড
ইরান অবশ্য নিজেরে মধ্যস্থতায় আনুষ্ঠানিকভাবে দুপক্ষকেই দ্বন্দ্ব বন্ধ করার আহবান জানিয়েছে।ইস্তাম্বুল পলিসি সেন্টার, সাবানসি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক বুলেন্ট আরাস বলেন, সাধারণভাবে যদি বলি, ইরানের সাথে দুদেশের সম্পর্ক দেখলেই বুঝা যায় যে, আর্মেনিয়ার সাথে ইরানের গভীর সম্পর্ক। তিনি উল্লেখ করেন ইরানের সাথে রাশিয়ার রাজনৈতিক জোট এবং ইরেভেনের সাথে তেহরানের ব্যবসায়িক সম্পর্কের কথাও।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।