মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পূর্ব আজারবাইজান প্রদেশের মালেকান কাউন্টির লেইলান পাহাড়ে আকাশ থেকে অপরিচিত ও সন্দেহজনক বস্তুর পতন হয়েছে। উত্তর-পশ্চিম ইরানে মোতায়েন ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ওই বস্তু শনাক্ত করার খবর দিয়েছে।
ওই ব্যবস্থা গতরাতে (মঙ্গলবার রাতে) এক বিবৃতি প্রকাশ করে বলেছে, ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ওই সন্দেহজনক বস্তুর দিকে কোনো ক্ষেপণাস্ত্র বা গুলি ছোঁড়া হয়নি।
ওই অঞ্চলে মোতায়েন সশস্ত্র বাহিনীর সৈন্যরা ঘটনাস্থলে গিয়ে এ ব্যাপারে বিস্তারিত তথ্য অনুসন্ধানের চেষ্টা করছেন বলে বিবৃতিতে জানানো হয়েছে।
ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষ থেকে বিবৃতি প্রকাশের আগে কোনো গণমাধ্যমে পূর্ব আজারবাইজান প্রদেশে একটি আগ্রাসী ড্রোন ভূপাতিত হওয়ার খবর দিয়েছিল। কিন্তু বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিবৃতিতে ওই খবরের সত্য নিশ্চিত করা হয়নি।
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।