মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আফগান সরকারের সঙ্গে চলমান আলোচনায় শর্ত দিয়েছে তালেবান। তারা বলছে, সম্প্রতি আমেরিকার সঙ্গে তারা যে শান্তিচুক্তি করেছে, তা বাস্তবায়ন করলেই সরকারের সঙ্গে তাদের আলোচনা অব্যাহত থাকতে পারে। কাতারের রাজধানী দোহায় চলমান আলোচনায় তালেবান নেতা খায়রুল্লাহ খায়েরখা রোববার এ শর্ত দেন। ইরানের বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, খায়রুল্লাহ দোহায় বলেছেন, আমেরিকার সঙ্গে তালেবানের সাম্প্রতিক চুক্তির ভিত্তিতে আফগানিস্তানের অভ্যন্তরীণ আলোচনা এগিয়ে নিতে হবে। খায়রুল্লাহ জোর দিয়ে বলেন, কাবুল সরকার যদি তালেবানের এ শর্ত মেনে না নেয়, তাহলে আলোচনা করে কোনো লাভ হবে না। গত ১২ সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহায় তালেবানের সঙ্গে আফগান সরকারের শান্তি আলোচনা শুরু হয়েছে। তবে দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও আফগানিস্তানে যুদ্ধ ও সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে এখন পর্যন্ত দুপক্ষ কোনো রূপরেখা তৈরি করতে পারেনি। ইরনা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।