মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
এক কিশোরের শ্বাসনালীতে আটকে যাওয়া পাঁচ টাকার কয়েন বের করে নজির গড়লেন ভারতের আসানসোলের চিকিৎসক বীরেশ্বর মন্ডল। প্রায় ৪৫ মিনিটের ঝুঁকিপ‚র্ণ অস্ত্রোপচারে প্রাণে বাঁচল ছেলেটি। জানা গেছে, আসানসোল দক্ষিণ থানার বরাচকের বাসিন্দা অরূপ পালের ছেলে অয়ন পাল রবিবার বিকালে একটা পাঁচ টাকার কয়েন মুখে রেখেছিল। খেলতে খেলতে অসাবধানতার কারণে হঠাৎই অয়নের গলায় ঢুকে শ্বাসনালিতে আটকে যায় কয়েনটি। ছটফট করতে থাকে ১৩ বছরের অয়ন। তাকে দেখানো হয় ইএনটি সার্জন বীরেশ্বর মন্ডলকে। রোগীকে দেখেই সোমবার সকালেই অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন তিনি। চিকিৎসক বীরেশ্বর মন্ডল জানান, বর্তমান করোনা পরিস্থিতিতে যেকোনও অস্ত্রোপচার করার আগে করোনা পরীক্ষা বাধ্যতাম‚লক। কিন্তু অয়নের যা অবস্থা ছিল, তাতে করোনা পরীক্ষা করাতে গেলে শ্বাসনালিতে আটকে থাকা কয়েনের কারণে ওর মৃত্যুও হতে পারত। তাই ঝুঁকি নিয়েই করোনা পরীক্ষা না করেই অপারেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ পর্যন্ত কয়েনটা রের করা হয়েছে। প্রায় ৪৫ মিনিট চেষ্টা করার পর সফল হয়েছে অস্ত্রোপচার। দ্য ওয়াল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।