Inqilab Logo

বুধবার ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১, ০৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজ্জত-আব্রু রক্ষার্থে বোরকা পরছেন ইহুদি নারীরাও

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১:৩৯ এএম

নিজেদের ইজ্জত-আব্রু রক্ষার্থে বোরকা পরা শুরু করেছেন ইহুদি নারীরা। আন্তর্জাতিক ইসলামিক বার্তা সংস্থা দ্য ইসলামিক ইনফরমেশনের এক প্রতিবেদনে বলা হয়, নিজেদেরকে পাপ মুক্ত রাখতে এবং সম্ভ্রম বাঁচাতে মুসলিম নারীদের মতো ইহুদি নারীরাও বোরকা পরা শুরু করেছেন। প্রতিবেদনটি প্রকাশের পরপরই বিশ্বব্যাপী বেশ সাড়া জাগিয়েছে তা।
দ্য সেন্ট্রাম মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিওর তথ্যসূত্র অনুসারে দ্য ইসলামিক ইনফরমেশন.কমের ওয়েবসাইটে প্রকাশিত এ প্রতিবেদনে ইসরাইলসহ পৃথিবীর বেশ কিছু দেশের বেশ কিছু অঞ্চলের ইহুদি নারীদের বোরকা পরিধানের চিত্র ও ভিডিও ফুটেজ তুলে ধরা হয়।
প্রতিদেনটিতে বলা হয়, ইহুদি হয়েও মুসলিম নারীদের মতো তারা কেন বোরকা পরছেন? একজন ইহুদি নারীকে এমন প্রশ্ন করা হলে জবাবে তিনি বলেন, পুরুষদের থেকে নিজেদের সতিত্ব রক্ষা করতে এবং নিজেকে পূতপবিত্র ও নিরাপদ রাখতেই তারা এমনভাবে বোরকা পরছেন। তিনি আরও বলেন, বোরকা এমন একটি পোশাক; যা মুসলিম বিশ্বের বেশিরভাগ নারীরা পরিধান করেন এবং এই পোশাক তাদেরকে নিরাপত্তা দেয়। নিজেদের নিরাপত্তার কথা ভেবেই মুসলিমদের এ পোশাক গ্রহণ করেছেন বলে জানান সে নারী।
সম্ভ্রম রক্ষার্থে হোক কিংবা হোক নিরাপত্তার স্বার্থে- ইসলাম প্রদত্ত পর্দার বিধানের পোশাক বোরকাকে এভাবে গ্রহণ করার বিষয়টিকে ইতিবাহক হিসেবেই দেখছেন বিশ্বের বিখ্যাত মুসলিম স্কলাররা। তারা বলছেন, শুধু ইসলাম প্রদত্ত পোশাকই নয়; ইসলামের সব বিধানই মানুষের নিরাপত্তা ও অধিকারকে সুনিশ্চিত করেছে। বোরকার মতো ইসলামের বিধানের সৌন্দর্যেও একদিন আলোকিত হবে গোটা বিশ্বসমাজ- এমনটাই প্রত্যাশা রইলো।



 

Show all comments
  • মোহাম্মদ কাজী শাকিল আহম্মেদ ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১:১০ পিএম says : 0
    আমি আশা করি,শুধু ইহুদি নারী নয় ভবিষ্যতে গোটা বিশ্বের অমুসলিমরা বুঝতে পারবে ইসলামের বিধিবিধান সত্যিই পৃথিবীতে শান্তি আনতে পারে।আর তারা যেন ইসলামের ছায়ার তলে আসতে পারে।তাই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুবুদ্ধি দেন।আমীন...
    Total Reply(0) Reply
  • Tangilur Rahman ২৬ এপ্রিল, ২০২১, ১:৪৫ পিএম says : 0
    আলহামদুলিল্লাহ। ইসলামের প্রত্যেকটা বিধানই আল্লাহতালার নিয়ামত। যা মানুষকে সঠিক পথে পরিচালনা করতে এবং নিরাপত্তা দিতে সহায়তা করে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইহুদি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ