মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতের ৭ কোটি জনসংখ্যার রাজ্য রাজস্থানে মাত্র একজন নিবন্ধিত ইহুদি আছেন। আদম শুমারির ধর্মভিত্তিক পরিচয় থেকে আরো জানা গেছে, এ রাজ্যে মাত্র ৮৫ জন পার্সি (পারস্য বংশোদ্ভূত) আছেন। ব্রিটিশ শাসনামলে তারা ভারতে আসেন। মেরওয়ারার আজমির অঞ্চলে এদের বসবাস, যা সরাসরি ব্রিটিশ উপনিবেশের অধীনে ছিল। আরেকটি বিস্ময়কর বিষয় হলো- রাজস্থান রাজ্যে ৫০ জন প্রকৃতি পূজারী আছেন। তারা আমেরিকার আদিবাসীদের মতো জীবনযাপন ও ধর্মমতে বিশ্বাসী। আজমিরের পুশকার এলাকা ইহুদিদের বসতির জন্য পরিচিত। এখানে আসা বিদেশি পর্যটকদের মধ্যে ইহুদিদের সংখ্যাই বেশি। পুশকারে একটি ইহুদি ধর্মকেন্দ্র (চাবাদ) আছে। ভারতে চাবাদ আছে মোট নয়টি। তবে পুশকারের চাবাদে প্রতিবছর উৎসব হয়। রাজস্থানের একমাত্র ইহুদি ব্যক্তিকে খুঁজে তার ঠিকানা উদ্ধার করতে পারেনি টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিকরা। বর্তমানে ভারতে ইহুদি জনসংখ্যা প্রায় ৫০০ জন। এ ছাড়া ১৮৮৭ থেকে ১৮৯০ সাল পর্যন্ত রাজস্থানে পার্সি জনসংখ্যা ছিল ৩০০ জনের মতো। কিন্তু ২০১১ সালে দাঁড়ায় ৮৫ জনে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।