Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জার্মানিতে ইহুদি সংগঠন প্রতিষ্ঠা : তীব্র সমালোচনা

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১০ অক্টোবর, ২০১৮, ১২:০৪ এএম

দলের অভ্যন্তরে একটি পৃথক ইহুদি সংগঠন প্রতিষ্ঠা করে বির্তকের মুখে পড়েছে জার্মানির কট্টর ডানপন্থী রাজনৈতিক শক্তি অলটানেটিভ ফর ডয়চেলান্ড-এএফডি। ওই রাজনৈতিক দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জার্মানিতে ইহুদিবিদ্বেষী মুসলিমদের ব্যাপকতর অভিবাসনের বিরুদ্ধে লড়াই করার জন্যই তারা ওই সংগঠন প্রতিষ্ঠা করেছে। তবে সমালোচকরা তা মানতে নারাজ। দলটির বর্ণবাদী ও ইহুদিবিদ্বেষী মনোভাবের কথা স্মরণ করিয়ে দিয়ে তারা এই পদক্ষেপকে ‘ভ্ল্যামো’ আখ্যা দিয়েছে। জার্মানির ইহুদি সংগঠনগুলোও ওই পদক্ষেপের প্রতিবাদ জানিয়েছে। এএফডি বলেছে, তারা দলের মধ্যে ১৯ জন সদস্য নিয়ে ‘জিউস ইন দ্য এএফডি’ নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছে। কেউ ওই সংগঠনে যোগ দিতে চাইলে তাকে অবশ্যই এএফডি’র তালিকাভূক্ত সদস্য হতে হবে এবং নৃতাত্তি¡ক বা ধর্মীয় পরিচয়ে ইহুদি হতে হবে। এই পদক্ষেপের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জার্মানির ইহুদি সম্ম্প্রদায়। এএফডি’কে বর্ণবাদী ও ইহুদিবিদ্বেষী আখ্যা দিয়ে রবিবার বিভিন্ন ইহুদি সংগঠনের সদস্যসহ প্রায় আড়াইশ মানুষ ফ্রাঙ্কফুর্টের সড়কে এই নতুন সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। জার্মানির ইহুদি ছাত্র ইউনিয়নের প্রধান ডালিয়া গ্রিনফেল্ড বিক্ষোভস্থলে বলেন, ‘তোমরা আমাদের কাছ থেকে বৈধতা পাবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইহুদি সংগঠন
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ