মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে চুক্তির পরপরই প্রথমবারের মতো দুবাইতে শুরু হয়ে গেল ইসরায়েলি মডেলদের ঝাঁকজমকপূর্ণ ফটোশুট।
গত মঙ্গলবার এই ফটোশুটে অংশ নেন ইসরায়েলি মডেল মে টেগার ও দুবাইভিত্তিক মডেল আনাস্তাসিয়া বানডারেনকা। ইসরায়েলের ফ্যাশন ব্র্যান্ড ডেল্টা ইসরায়েল এর মডেল হয়েছেন তারা।
ইসরায়েলি মডেল মে টেগার বলেন, ‘ইসরায়েলের প্রথম মডেল হিসেবে এখানে শুট করতে পেরে আমি খুব গর্বিত। ইসরায়েলি ব্র্যান্ডের জন্য এখানে শুট করা প্রথম মডেলও আমি।’
তিনি বলেন, ‘আমার দেশকে এখানে প্রতিনিধিত্ব করতে পেরে আমি খুব খুশি। আমি ইসরায়েল থেকে এসেছি, এ কথাটা বলতে আমি নিরাপদ বোধ করছি।’
১৯৪৮ সালে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণার পর ইহুদি রাষ্ট্রটির সঙ্গে তৃতীয় দেশ হিসেবে চুক্তি করে আরব আমিরাত। এর আগে ১৯৭৯ সালে মিসর এবং ১৯৯৪ সালে জর্ডান চুক্তি করেছিল।
এই চুক্তি অনুযায়ী ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ এবং একে অপরের দেশে দূতাবাস স্থাপন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করবেন।
এদিকে আমিরাতের পর বাহরাইন ইহুদি রাষ্ট্রটির সঙ্গে সম্পর্ক স্বাভাবিকের চুক্তি করতে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ঘোষণা বিষয়টি নিশ্চিত করেছেন। আমিরাতের সঙ্গে ইসরায়েলের চুক্তিতেও তিনি মধ্যস্থতা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।