Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থী আক্তার হোসেন মাঝি

চাঁদপুর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ সেপ্টেম্বর, ২০২০, ১:০১ পিএম

চাঁদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আক্তার হোসেন মাঝিকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। শনিবার বেলা ১১টায় জেলা বিএনপি কার্যালয়ে এক কর্মী সমাবেশে সাবেক ছাত্রনেতা ও শহর বিএনপির সাবেক সভাপতি আক্তার হোসেন মাঝিকে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং মেয়র পদে অপর মনোনয়ন প্রত্যাশীরা।
তবে দলীয় মনোনয়ন তথা ধানের শীষ প্রতীক বরাদ্দ দেবে কেন্দ্রীয় বিএনপি

জেলা বিএনপির নেতৃবৃন্দ আশা করছেন কেন্দ্রীয় কমিটি চূড়ান্ত প্রার্থী কে দলীয় মনোনয়ন তথা ধানের শীষ প্রতীক বরাদ্দ দেবেন। মনোনয়ন ও প্রতীক সংক্রান্তঃ চিঠি শনিবার/রোববারের মধ্যেই প্রার্থীকে হস্তান্তর করা হতে পারে।

এর আগে দলীয় প্রার্থী মনোনয়নের লক্ষ্যে শুক্রবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত জেলা বিএনপি'র আহবায়ক এর বাসায় দফায় দফায় রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকে একক প্রার্থী চূড়ান্ত করা হলেও নাম ঘোষণা করা হয়নি। রাতে জেলা বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল শনিবার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ