বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ঢাকার কেরানীগঞ্জে আগানগর এলাকায় দুইটি মার্কেট মালিককে একলক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার সকালে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল ভ্রাম্যমান আদালত বসিয়ে জমজম মার্কেট-১ এর মালিক মো. শহিদুল ইসলাম এবং জমজম মার্কেট-২ এর মালিক মো. রিপনকে ৫০ হাজার টাকা করে মোট একলক্ষ টাকা জরিমানা করেন। এসময় মার্কেট দুইটির বিদ্যুতের সমস্ত সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।
এব্যাপারে কেরানীগঞ্জ রাজস্ব সার্কেল সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহেল বলেন,বিদ্যুতের ট্রান্সমিটার ও বিদ্যুত সংযোগের খুটি থেকে দুরুত্ব বজায় না রেখে তারা মার্কেট নির্মান করেছেন। একটি মার্কেটের ভিতরেই বিদ্যুতের ট্রান্সমিটার ঢুকে পড়েছে এবং অন্য মার্কেটের দেয়াল ঘেষে বিপদজনকভাবে বিদ্যুতের সমস্ত তার চলে গেছে। এতে যেকোন সময় বৈদ্যুতিক দুর্ঘটনা হলে পুরো মার্কেট দুইটিতে বড়ধরনের দুর্ঘটনা ঘটে অনেক জানমালের ক্ষতি হতে পারে। তাই ভোক্তা অধিকার আইনে ওই মার্কেট দুইটির মালিকদের প্রত্যেককে ৫০ হাজার করে মোট একলক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।