বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চাঁদপুরের হাজীগঞ্জে মৃত স্কুল শিক্ষকের দাফনের জন্য কবরের বাঁশ কাটতে গিয়ে সাপের ছোবলে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সন্ধ্যায় পৌর এলাকার ধেররা খান বাড়িতে।
মৃত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে ধেররা খান বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক রুস্তম খান(৮০) ইন্তেকাল করেন। মরহুমের কবরের জন্য বাঁশ কাটতে যায় একই বাড়ির মমিন খানের ছেলে মোহাম্মদ জামাল খান। সময়ে বাঁশঝাড়ে থাকা বিষাক্ত সাপের ছোবলে আহত হয় জামালখান।
স্থানীয়দের সহযোগিতায় জামালখান কে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরবর্তীতে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাত ১১ টা ৫০ মিনিটে মোহাম্মদ জামাল খান চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান তাদের দু'জনকেই পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হাজিগঞ্জ পৌরসভার মেয়র মাহাবুব-উল আলম লিটন এমন মর্মান্তিক মৃত্যুর খবরে ঘটনাস্থলে ছুটে যান। তিনি সাংবাদিকদের জানান, স্কুল শিক্ষক রুস্তম খান প্রবীণ ব্যক্তি ছিলেন। তার মৃত্যু স্বাভাবিক হলেও তার সম্পর্কে নাতি জামাল খানের সর্প দংশনে মৃত্যুর ঘটনা পুরো এলাকাকে শোকাহত করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।