মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
পারস্য উপসাগরের কৌশলগত এলাকায় বিশাল নৌ মহড়া শুরু করেছে ইরানের সামরিক বাহিনী। পারস্য উপসাগরের হরমুজ প্রণালীর পূর্বাঞ্চল থেকে ভারত মহাসাগরের উত্তর এলাকায় এ মহড়া অনুষ্ঠিত হবে।
ইরান যে এলাকায় নৌ মহড়া শুরু করেছে সেটি হচ্ছে পারস্য উপসাগরে আন্তর্জাতিক জাহাজ প্রবেশের একমাত্র পথ। এই পথ দিয়ে জ্বালানি তেলের একটা বিরাট অংশ বিশ্বের বিভিন্ন দেশে যায়।
ইরানি সামরিক বাহিনী জানিয়েছে, গুরুত্বপূর্ণ আঞ্চলিক এই নৌরুটের নিরাপত্তা ও আন্তর্জাতিক জাহাজের নিরাপত্তা জোরদার করার লক্ষ্য নিয়ে ইরানি সামরিক বাহিনী জুলফিকার-৯৯ নামে এ মহড়া পরিচালনা করছে।
এর আগেও ইরান বহুবার পারস্য উপসাগর ও ভারত মহাসাগরের এই এলাকায় সামরিক মহড়া চালিয়েছে। সেসব মহড়ায় নতুন নতুন নানা রকমের অস্ত্র ও সামরিক সরঞ্জামের পরীক্ষা চালানো হয়েছে। তবে এবার নতুন কোনো অস্ত্রের পরীক্ষা করা হবে কিনা তা এখনো নিশ্চিত নয়।#
সূত্র: পার্সটুডে
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।