Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানবী (স.)-কে অবমাননা; ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি ম্যাগাজিন: ইরানের সর্বোচ্চ নেতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ সেপ্টেম্বর, ২০২০, ৮:৫৮ এএম

সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মাদ (স.)-কে অবমাননার তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী। তিনি গতকাল মঙ্গলবার এক বার্তায় বলেছেন, পবিত্র ও নুরানি ব্যক্তিত্ব মহানবী হজরত মুহাম্মাদ (সা.)-কে অবমাননা করে ক্ষমার অযোগ্য মহাপাপ করেছে ফরাসি পত্রিকা। তাদের এই পদক্ষেপের মধ্যদিয়ে ইসলাম ধর্ম ও মুসলিম জাতির সঙ্গে পাশ্চাত্যের রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর হিংসা-বিদ্বেষের বিষয়টি আবারও স্পষ্ট হয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতা আরও বলেছেন, বাক স্বাধীনতার অজুহাত দেখিয়ে ফ্রান্সের কোনো কোনো রাজনীতিবিদ এই মহা অপরাধের নিন্দা পর্যন্ত জানাননি। তাদের এই অজুহাত অগ্রহণযোগ্য ও ভুল। এর মাধ্যমে তারা মানুষের সঙ্গে প্রতারণা করেছে।

আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন, ইহুদিবাদী গোষ্ঠী ও সাম্রাজ্যবাদী সরকারগুলোর ইসলাম বিরোধী কঠোর নীতির কারণে মাঝে মধ্যেই এ ধরণের বিদ্বেষী ঘটনা ঘটছে। পশ্চিম এশিয়াকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদীদের অশুভ পরিকল্পনা থেকে এই অঞ্চলের বিভিন্ন জাতি ও সরকারগুলোর দৃষ্টিকে ভিন্ন দিকে সরিয়ে নেওয়ার উদ্দেশ্যেও এই সময়টাকে মহানবী (স.)-কে অবমাননার জন্য বেছে নেওয়া হয়ে থাকতে পারে বলে তিনি জানান।

তিনি গোটা বিশ্বের মুসলমান বিশেষকরে পশ্চিম এশিয়ার মুসলমানদের উদ্দেশে বলেন, স্পর্শকাতর এই অঞ্চলের ইস্যুগুলোর বিষয়ে আপনাদেরকে সদা সতর্ক ও সজাগ থাকতে হবে। একই সঙ্গে পবিত্র ইসলাম ধর্ম ও মুসলমানদের বিষয়ে পাশ্চাত্যের রাজনীতিবিদ ও নেতাদের শত্রুতার বিষয়টিও কখনোই ভুলে যাওয়া যাবে না।

সম্প্রতি সর্বশেষ নবী ও রাসূল হজরত মুহাম্মাদ (স.)-কে নিয়ে আবারও ব্যঙ্গাত্মক কার্টুন প্রকাশ করেছে বিতর্কিত ফরাসি ম্যাগাজিন শার্লি এবদো। হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ২০১৫ সালের কার্টুনগুলোই আবার প্রকাশ করেছে তারা।

সূত্র: পার্সটুডে



 

Show all comments
  • habib ৯ সেপ্টেম্বর, ২০২০, ৯:১৪ এএম says : 1
    Prophet Mohammad (RSW) peace be upon him should respect him every human being.
    Total Reply(0) Reply
  • Mohammed Kowaj Ali khan ৯ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪২ এএম says : 1
    শুন, ওহে .......রা। তুমরা এতই নীচ আর চোট লুক। তুমরা জানোয়ারের চেয়ে ও নিকৃষ্ট। কি দরকার রে বিশ্বনবী (সাঃ) কে কুট্বক্তি করার? যাহাকে সৃস্টি না করিলে আল্লাহ তাআলা কিচুই সৃস্টি করিতেন না।
    Total Reply(0) Reply
  • সৈয়দ জুয়েল ৯ সেপ্টেম্বর, ২০২০, ১২:১০ পিএম says : 0
    আল্লাহ্ সুবহানাহু তাআলা এর বিচার অবশ্যই করুন, সবাইকে সঠিক পথ বুঝার তওফিক দান করুন
    Total Reply(0) Reply
  • আমরা এর তিব্র প্রতিবাদ জানাই এর ফরাসি ম্যগাজিনের উপযুক্ত বিচার চাই
    Total Reply(0) Reply
  • পারভেজ ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:২১ এএম says : 0
    আমরা এর তিব্র প্রতিবাদ জানাই এর ফরাসি ম্যগাজিনের উপযুক্ত বিচার চাই আমাদের পিরিয় নবিজীর নিয়ে কোন খারাপ কিছু সহ্য করা হবেনা আল্লাহু আকবর
    Total Reply(0) Reply
  • সাগর ১০ সেপ্টেম্বর, ২০২০, ১১:৫৩ এএম says : 0
    আমরা শিয়া সুন্নি মতভেদ ভুলে, যদি একতাবদ্ধ ভাবে বলতে পারি আমরা মুসলিম, তবেই আমাদের বিজয় হবে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ