মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আগামী অক্টোবর মাসে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা উঠে গেলেই অস্ত্র ব্যবসায়ে নামার ইঙ্গিত দিয়েছে ইরান। তেহরান থেকে প্রকাশিত একটি সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজ দেশের এমন অবস্থানের কথা জানিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি।
জেনারেল হাতামি আরও বলেন, ‘বিশ্বের যেসব দেশ অস্ত্র তৈরির দিক দিয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে ইরান তার অন্যতম। দেশটির সামরিক চাহিদার শতকরা ৯০ ভাগ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করে থাকে বলে তিনি জানান।’
তিনি বলেন, ‘আমাদের যে পরিমাণ অস্ত্র আমদানি করতে হয় নিশ্চিতভাবে তার চেয়ে বেশি আমরা রফতানি করতে সক্ষম হবো। অবশ্যই আমরা আমাদের বৈধ অধিকার ব্যবহার করবো। নিষেধাজ্ঞা উঠে গেলে মিত্রদের কাছে আমরা অস্ত্র রফতানি করবো।’
জেনারেল আমির হাতামি জোর দিয়ে বলেন, আমাদের যে পরিমাণ অস্ত্র আমদানি করতে হয় তার চেয়ে নিশ্চিতভাবে বেশি আমরা রফতানি করতে সক্ষম হব। অবশ্যই আমরা আমাদের বৈধ অধিকার ব্যবহার করব। যখন আমাদের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে তখন আমাদের মিত্রদের কাছে আমরা অস্ত্র রফতানি করব।
২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যে যে পরমাণু সমঝোতা সই হয়েছিল। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ২২৩১ নম্বর প্রস্তাব পাসের মধ্য দিয়ে সেই সমঝোতা অনুমোদন করা হয়।
প্রস্তাবের একটি ধারায় বলা হয়েছে, ইরান যদি পরিপূর্ণভাবে সমঝোতা বাস্তবায়ন করে তাহলে ৫ বছর পর তেহরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাবে। সেই হিসেবে অক্টোবর মাসে ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার কথা।
সূত্র : পার্সটুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।