Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কৃষ্ণাঙ্গ হত্যায় বরখাস্ত ৭ পুলিশ অফিসার

বর্ণবাদকে যুক্তরাষ্ট্রের ‘আদি পাপ’ বলে মন্তব্য করলেন বাইডেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৫ সেপ্টেম্বর, ২০২০, ১২:০১ এএম

মার্কিন যুক্তরাষ্ট্রে আবারও বর্ণবাদী পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ-হত্যার ঘটনা সামনে এল। এবার রচেস্টারে। ঘটনাটি ঘটেছিল গত মার্চে। এতদিন পরে তাকে নির্যাতনের ভিডিও সামনে এসেছে। এ ঘটনায় বৃহস্পতিবার নিউ ইয়র্কের মেয়র সাতজন পুলিশ অফিসারকে বরখাস্ত করেছেন। ড্যানিয়েল প্রুড (৪১) নামে এক কৃষ্ণাঙ্গকে শ্বাস রোধে হত্যার নতুন একটি ভিডিও নিয়ে তোলপাড় শুরু হয়েছে আমেরিকায়। পুলিশের এই নির্মম অত্যাচারের ভিডিও জনসমক্ষে আনলো ড্যানিয়েল প্রুডের পরিবার। বৃহস্পতিবার ড্যানিয়েল প্রুডের পরিবার এক সংবাদ সম্মেলনে এই ভিডিও প্রকাশ করেছে। তারা বলেছে, গত ২৩ মার্চ হঠাৎ নগ্ন হয়ে রাস্তায় বেরিয়ে পড়েন ড্যানিয়েল। সে সময় পরিবারের পক্ষ থেকে পুলিশকে ফোন করা হয়। পুলিশ এসে ড্যানিয়েলকে হাতকড়া পরিয়ে দীর্ঘ সময় ফুটপাতে বসিয়ে রাখে। অপরদিকে, কেনোসা সফরে বর্ণবাদকে যুক্তরাষ্ট্রের ‘আদি পাপ’ বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। গত ২৩ আগস্ট যুক্তরাষ্ট্রের উইসকনসিনের কেনোসাতে কৃষ্ণাঙ্গ যুবক জ্যাকব ব্লেককে গ্রেপ্তারের সময় ৭বার গুলি করে পুলিশ। পক্ষাঘাতগ্রস্ত অবস্থায় এখনো হাসপাতালে ভর্তি আছেন জ্যাকব। এই ঘটনা কেনোসাজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভ জোরদার করে। বৃহস্পতিবার কেনোসা সফরে শহরের একটি চার্চে স্থানীয়দের উদ্দেশ্যে জো বাইডেন বলেন, আমার জ্যাকবের সঙ্গে ১৫ মিনিট ফোনে কথা বলার সুযোগ হয়েছে। তিনি এখন হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ রুম থেকে বেরিয়ে এসেছেন। তিনি আমাকে বলেছেন, কিছুই তাকে পরাজিত করতে পারবে না। এবার তিনি পুনরায় হাঁটতে পারুন কিংবা না পারুন, তিনি হাল ছেড়ে দেবেন না। এই সফরে জ্যাকবের পরিবারের সদস্য ও আইনজীবীর সঙ্গেও দেখা করেছেন বাইডেন। চার্চে বাইডেন আরো বলেন, অবশেষে আমরা ৪’শ বছরের পুরনো দাসপ্রথা ও এর চিহ্ন নিয়ে কথা বলছি, যা এই দেশের আদি পাপ। আমি বলছি না আগামীকাল আমি প্রেসিডেন্ট হলে চার বছরে সব ঠিক হয়ে যাবে। কিন্তু ট্রাম্প পুনঃনির্বাচিত না হলে পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে। ট্রাম্পের সমালোচনা করে তিনি বলেন, শালর্টভ্যালিতে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের সহিংসতার সময় ট্রাম্প বিভেদকে সমর্থন করেছিলেন। তিনি মানব প্রবৃত্তির অন্ধকার দিককে বৈধতা দিয়েছেন। যা ইতোপূর্বে কোনো প্রেসিডেন্ট করেননি। এই সময় বাইডেন বিক্ষোভে দাঙ্গা ও সহিংসতা থেকে বিরত থেকে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ পালনের আহবান জানান। দু’দিন আগে কেনোসা সফরে শহরটিতে বিক্ষোভ ও সহিংসতার নিন্দা জানিয়ে এসেছিলেন ডোনাল্ড ট্রাম্প। এই সফরে আইন-শৃঙ্খলা বাহিনীর জন্য তহবিল বৃদ্ধির ঘোষণা দিলেও প্রকাশ্যে একবারের জন্যও জ্যাকবের নাম উচ্চারণ করেন নি ট্রাম্প। গত ২৫ মে মিনেসোটায় পুলিশের হাতে কৃষ্ণাঙ্গ যুবক জর্জ ফ্লয়েডের মৃত্যু যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে বর্ণবাদবিরোধী বিক্ষোভের জন্ম দেয়। আল-জাজিরা, এপি, রয়টার্স, ডয়চে ভেলে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বর্ণবাদ

২০ সেপ্টেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ